কোন পদ্ধতিতে আল্লাহর ইচ্ছা ব্যতিত কারো নিজ ইচ্ছামত পুত্র বা কন্যা জন্ম দেওয়া সম্ভব নয়
লিখেছেন লিখেছেন আখদান মাহমুদ ০৮ ডিসেম্বর, ২০১৩, ১১:২৭:৪৭ সকাল
কোন পদ্ধতিতে আল্লাহর ইচ্ছা ব্যতিত কারো নিজ ইচ্ছামত পুত্র বা কন্যা জন্ম দেওয়া সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, “আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান এবং যাতে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা দান করেন পুত্র-কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধা রাখেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ।
তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন। এতে ওদের কোন হাত নেই। আল্লাহ মহান এবং ওরা যাকে তাঁর অংশী করে তা হতে তিনি উধ্বে।
সুতারাং পুত্র-কন্যা জন্মদানের ব্যাপারে স্ত্রীর কোন ক্রটি নেই। তাই কেবল কন্যা সন্তান প্রসব করার ফলে যারা নিজেদের স্ত্রীর প্রতি ক্ষুদ্র হয়, তারা নিছক মুর্খ বৈ কি? সবই তো আল্লাহর হাতে। তাছাড়া বীজ তো স্বামীর। স্ত্রী তো উর্বর শস্যক্ষেত্র। যেমন বীজ তেমনি ফসল। সুতারাং দোষ হলে বীজ ও বীজওয়ালার দোষ হওয়া উচিত, জমির কেন?
সুত্রঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য
আবদুল হামিদ মাদানী।
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন