মিডিয়া!

লিখেছেন লিখেছেন সায়িদ মাহমুদ ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৯:৩০ রাত

বর্তমান বিশ্বব্যাবস্থায় এক অজুত-অসীম ক্ষমতাধরের নাম: “মিডিয়া” বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। সবকিছুর নেপত্যে থেকে পরোক্ষভাবে বংলাদেশকে যারা নিয়ন্ত্রন করছ, ভবিষ্যতে আমাদের অবস্থাও প্রকৃতি কি হবে? কিভাবে কোনদিকে যাবে তার কলকাটিও নাড়াচ্ছে এই মিডিয়া। এই মিডিয়া পরিচালনার দায়িত্বে থাকা লোকগুলোই বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রতির জন্য অন্যতম নিয়ামক হতে পারেন। কিন্তু তারা তা নাকরে, তাদের পরিচালীত মিডিয়া দ্ধারা সত্যকে মিথ্যা, ও মিথ্যাকে সত্য প্রতিষ্টার এক নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে, এবং তারা তাদের পরিচালীত খবরের কাগজ, বই পুস্তক, প্রিন্ট মিডিয়া সহ ইলেকট্রনিক মিডিয়ার (রেডিও, টিভি, ডিশ, ইন্টারনেট অডিও ভিডিও) সহ প্রায় সকল মিডিয়াই দেশের প্রকৃত অবস্থা যেমন প্রতিদিন বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, পুলিশ কর্তৃক বিনাবিচারে শত শত বিভৎষ মানুষ খুন, গণতন্ত্রের নামে পরিবার ও পেশী তন্ত্র প্রকাশ ও প্রচার না করে, যা প্রকাশ ও প্রচার করছে তা একেবারে সত্যের উল্টো দিক সর্ম্পূণ মিথ্যা সংবাদ। এই সব মিডিয়া মালিকরা প্রথম প্রথম একটা দুইটা মিথ্যা সংবাদ প্রচার করলেও বর্তমানে ধারাকে স্বারা জ্ঞান করে শাসক দল কর্তৃক দেশব্যাপী যে খুনতন্ত্র চালাচ্ছে তা গণতন্ত্র উদ্ধারের আন্দোলন নামে চালিয়ে দিচ্ছে। গত পাচঁবছরে শাসকদল আ’লীগ কর্তৃক সৃষ্ট মিডিয়াগুলো যেভাবে দিনের পর দিন মিথ্যা ভ্রান্ত সংস্কৃতি প্রাচারে নিজেদেরক বিবেকশুন্য আ’লীগের তল্পিবাহক তোষামুদি হিসেবে প্রতিষ্টা করেছে তা স্বধীন বাংলাদেশে নজিরবিহীন। সুতারাং এদেশে সত্যিকারের গণতন্ত্র, ন্যায়বিচার ও শোষণহীন সমাজও অর্থনৈতিক মুক্তি, সর্বপরি মানুষের অধিকার আদায়ের জন্য। আ’লীগের একতরফা তল্পিবাহক তোষামুদি পদলেহনকারী মিডিয়ার মুখে স্ব-জোরে পদাঘাত করতে হবে। তাহলেই কেবল এই বাংলাদেশের গণতন্ত্র মুক্তিপাবে আর সাম্রাজ্যবাদীদের দালাল আ’লীগের পতন হবে।

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File