► মুমিনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি
লিখেছেন লিখেছেন আলোর মশাল ০৩ নভেম্বর, ২০১৩, ০৭:০২:৫৮ সন্ধ্যা
১. বলুন, আমার সালাত আমার কুরবানী আমার জীবন ও মৃত্যু জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। (৬-সূরা আল আনয়াম : ১৬২)
২. আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে- যারা কেবল আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যেই নিজেদের জান-প্রাণ উৎসর্গ করে। বস্তুত আল্লাহ হলেন এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। (২-সূরা আল বাক্বারা : ২০৭)
৩. আমি তো একমুখি হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকেই কেন্দ্রীভূত করছি, যিনি যমীন ও আসমানসমূহকে সৃষ্টি করেছেন এবং আমি কস্মিনকালেও মুশরিকদের মধ্যে শামিল নিই। (৬-সূরা আল আনয়াম : ৭৯)
৪. সে তো কেবলমাত্র তার মহান পালনকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে। তিনি অবশ্যই (তার উপর) সন্তুষ্ট হবেন। (৯২-সূরা আল লাইল : ২০-২১)
৫. আমার জন্য কি কারণ থাকতে পারে যে, আমি তাঁর ইবাদত করব না? অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, অত:পর (মৃত্যুর পর) তাঁর নিকটেই ফিরে যেতে হবে। (৩৬-সূরা
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন