হঠাৎ করেই কারাগারে মহিলা ভিআইপি সেলে ধোয়ামোছা!
লিখেছেন লিখেছেন আলোর মশাল ০৩ নভেম্বর, ২০১৩, ০৬:৪১:৩৮ সকাল
আমার কাছে ইনফরমেশন আছে - সেনাবাহিনীর নির্দেশে ই জেলখানায় মহিলা ভিআইপি সেল টিপ টপ করা হচ্ছে । কে হবেন ওখানকার স্থায়ী বাসিন্ধা অচিরেই টের পাবেন । বাংলাদেশ সেনা বাহিনী কখনো ই ভুল সিধান্ত নেয় না।
হঠাৎ করেই কারাগারে মহিলা ভিআইপি সেলে ধোয়ামোছা! কাশিমপুর মহিলা কারাগারের ভিআইপি সেল নিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছে কারা কর্তৃপক্ষ। মহিলা ভিআইপি বন্দীদের জন্য নির্ধারিত কয়েকটি সেল ধোয়ামোছা চলছে। চুনকাম থেকে শুরু করে খাট, জাজিম, চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামালও এরই মধ্যে পৌঁছে গেছে কারাগারে। বিদ্যুৎ ও পানি সরবরাহ নির্বিঘ্ন রাখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গোপনীয়তা রক্ষা করে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভিআইপি মহিলা সেল সাজানোর কাজটি সম্পন্ন করা হচ্ছে। দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ ভিআইপি মহিলা সেল প্রস্তুত রাখতে কারা কর্তৃপক্ষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাশিমপুর মহিলা কারাগারের জেলার আমজাদ হোসেন সংস্কারের বিষয়টি স্বীকার করে বলেছেন, ভিআইপি মহিলা বন্দীদের জন্য নির্ধারিত সেলগুলো দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় ছিল। এসব সেল ব্যবহারের উপযোগী করা হচ্ছে।
বিষয়: রাজনীতি
৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন