বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমার কিছু কথা :

লিখেছেন লিখেছেন মেহেদী হাসান হৃদয় ২৯ অক্টোবর, ২০১৩, ০৫:৪৯:২২ বিকাল



যতবারই আমাদের দেশে নির্বাচন ঘনিয়ে আসে ততবারই আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের রাজনৈতিক আদর্শ ও শিষ্টাচার লোপ পেতে থাকে | এমন কি এটা হিমাঙ্কের নিচে গেলেও অবাক হওয়ার কিছু নেই | ক্ষমতার লোভে তারা মানবিক মূল্যবোধ কে শুন্যের কোঠায় নামিয়ে আনে !

মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কালীন সরকার ব্যবস্থা নিয়ে এমন এক ফর্মুলা দিলেন যা বিরোধী কোনো রাজনৈতিক দলের সমর্থন পাবার যোগ্য না ! কেননা আপনি আমাদের দেশে শাসন ব্যবস্থায় এমন কোনো আমূল পরিবর্তন ও দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নি যে , আপনাকে বিশ্বাস করা যাবে কিংবা করতে হবে ! আপনি দেশটাকে এক দলীয় করতে চান ! সামরিক বেসামরিক যত উচ্চ পদস্থ কর্মচারী আছেন , তারা বেশিরভাগই আপনার অনুগত, আর এই কারণেই তারা সেই পদে যেতে পেরেছেন ! আপনি নিজের ইচ্ছা মত আইন শৃঙ্খলা বাহিনী কে ব্যবহার করছেন ! আপনার বর্তমান রাজনীতি কোনো গঠন ও উন্নয়ন মূলক রাজনীতি নয় ! বরং বি এন পি , জামায়াত , হেফাজতে ইসলাম সহ যেসব দল ও ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি তাদের নির্মূলের রাজনীতি শুরু করেছেন ! জাতির জনকের মেয়ের কাছে এমন শাসন অবশ্যই নিন্দনীয় !

আপনি তো কথায় কথায় সংবিধান এর দোহাই দেন ! আরে , সংবিধান তো কোনো বিশেষ দলের সার্থ রক্ষার জন্য করা হয় নি ! জনগণ এর সর্বাত্মক মঙ্গল সাধন কোন উপায়ে করা যাবে , আমার মনে হয় কোনো দেশ পরিচালনা করার জন্য এটাই কোনো সংবিধানের আসল উদ্দেশ হওয়া উচিত ! দুর্ভাগ্যবসত , বর্তমান আওয়ামী সরকার জনগনের সার্থ রক্ষার ব্যপার এ উদাসীন ! নিজেদের সার্থে দেশে নিত্য নতুন আইন প্রনয়ন ও সংবিধান পরিবর্তন তারই নমুনা মাত্র ! দেশের শতকরা ৯০ ভাগ মানুষ যেখানে তত্ত্বাবধায়ক চায় সেখানে আপনার এসব নাটক এর কোনো মানে হয় না !!!

তাছাড়া নির্বাচনেই আপনি সমসসা আটকে রাখেন নি | জামায়াত এর মত রাজনৈতিক দল কে নির্মূলের পায়তারা করছেন !এখন নির্বাচন নিয়ে সমাধান হলেও জামায়াত হয়ত নতুন করে তাদের নির্বাচন করার দাবি নিয়ে মাঠে নামবে , এবং এটাই সাভাবিক !! দরকার টা কি ছিল ? যুদ্ধাপরাধীদের বিচার করছেন তো করেন | কিন্তু টা কোনো দল কে নির্দিষ্ট করে কেনো ? যখন আপনার ক্ষমতায় যাওয়ার দরকার হয়েছিল তখন তো সব ভুলে তাদেরকে নিয়েই নির্বাচন করেছেন !!! আমার প্রশ্ন ,,, এই সব যুদ্ধাপরাধীদের জন্ম কি ২০০১ সালের পর হয়েছিল ??? আপনি কি বলতে পারবেন যে আপনার দল যুদ্ধাপরাধী মুক্ত ??

প্রধান বিরোধী দল , বি এন পি এর কথা বলতে গেলে অবাক লাগে ! গত ৫ বছরে তারা বিরোধী দল হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারে নি | তারা জনগনের কথা বলতে সংসদে যেত না ! ভাবটা এমন যেন তাদের জন্মই ক্ষমতায় থাকার জন্য !! ক্ষমতায় নাই তো সংসদে হিয়ে হবে টা কি ? তাছাড়া সেদিন তারা নির্বাচন কালীন সরকার নিয়ে যেই ফর্মুলা দিল টা নিতান্তই অবাস্তব ! এত বড় একটা দল আপনারা ?? সরকারের রূপরেখার প্রতিক্রিয়া দিতে আপনাদের ২ দিন সময় লাগে !! উদ্ভট প্রস্তাব দিয়ে জনগণ কে বিভ্রান্ত না করে আপনাদের এক দাবি : "তত্ত্বাবধায়ক" হওয়াটাই কাম্য ছিল !

অনেক সম্মান রেখে , এরশাদ সাহেব কে বলছি ...... আপনি কাপুরুষ !!! আপনি মহাজোট আরও ২ বছর আগেই ছাড়তে পারতেন | আপনার জেল হত , তাতে কি ?? আপনার পাবার কি আর কিছু বাকি আছে ? সত্য এর সাথে থাকতেন , আজ আপনাকে দেশের জনগণ মাথায় করে রাখত ! আপনি একক ভাবে নির্বাচন করলে আপনি অবস্যই আবার ক্ষমতায় এসে দেশের চেহারা পাল্টে দিতে পারতেন ! কিন্তু আফসোস !! আপনি ব্যর্থ এবং কাপুরুষ ! নির্লজ্জের মত কি করে আপনি মহাজোট এ থেকে এখন ও বলেন একক ভাবে নির্বাচন করবেন ?? আপনার কি মনে নেই , যেই আপনাকে ৫০ আসনে নির্বাচন করতে দিয়ে তার মধে আবার ১৮ টা আসনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল ? গৃহপালিত বিরোধী দল হিসেবে থেকে নির্বাচন করার স্বপ্ন থাকলে ভুলে যান | জনতার কাতারে এসে দাড়ান | আর কত নাটক দেখাবেন আমাদের ???

আগামী কাল থেকে আমার দেশের একটা মা এর কোল যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালি হয় , সত্য বলার অপরাধে যদি সাধারণ কোনো নাগরিক কে পুলিশী হয়রানি করা হয় তবে এর দায় এ দেশের মুর্খ রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে ! সাধারণ মানুষ আশা করি জেগে উঠবে !!! অন্যায় এর প্রতিবাদ করতে শিখবে | আমাদের সমস্যা এই একটাই !! প্রত্যেক নির্বাচনে আমরা মন্দের ভালো খুঁজি !!! নিজেরা জেগে উঠে ২ জন নারীর হাত থেকে দেশ কে রক্ষা করতে পারি না , আসলে আমরা শিখিনি !! কারণ , সেখাবে যিনি , তিনিও কোনো না কোনো ভাবে এই দুই নারীর চেলামি করে থাকে !!!

দেশের ক্রান্তি লগ্নে আমি আকুল ভাবে কয়েকজন ব্যক্তি কে চাইছি ! আমি আশা করব তারা এই সময়টায় নিজ নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশকে কিছু দিবে ! দেশের মানুষের সার্থে আমি আশা করব তারা এগিয়ে আসবেন | জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী , জনাব মাহমুদুর রহমান মান্না , জনাব এ. কিউ. এম. চৌধুরী , জনাব মাহী বি. চৌধুরী , জনাব ডক. কামাল প্রমুখ আপনারা আর বসে থাকবেন না আশা করি , বিশেষ করে কাদের সিদ্দিকী , আপনি একবার সাধারণ মানুষ কে অন্যায় এর প্রতিবাদ করতে সেখান ! কথা দিলাম , সত্যের সাথে আমরা ছিলাম, আমরা আছি , আমরা থাকব !!!!!!!!

বিষয়: রাজনীতি

১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File