একজন আত্মমর্যাদাযুক্ত ব্যক্তির সঠিক বৈশিষ্ট্য কীভাবে গঠিত হবে ?

লিখেছেন লিখেছেন Nurul Afsar ১৬ নভেম্বর, ২০১৩, ০৯:৩৩:৩৮ সকাল

* নির্ভীক, কিন্তু নির্মম নয়

* নম্র, কিন্তু ক্ষমাপ্রার্থী নয়

* আত্মবিশ্বাসী, কিন্তু আত্মভিমানী নয়

* গর্বিত, কিন্তু উদ্ধত নয়

* কোমল, কিন্তু দুর্বল নয়

* দৃঢ়, কিন্তু রূঢ় নয়

* অটল, কিন্তু নমনীয় নয়

* শান্ত, কিন্তু শীতল নয়

* জীবন তার প্রিয়, কিন্তু মৃত্যুর জন্যও সে প্রস্তুত

* সন্তুষ্ট, কিন্তু আত্মপ্রসাদে মগ্ন নয়

* নিরাসক্ত, কিন্তু উদাসীন নয়

* জ্ঞানী, কিন্তু অন্য অর্থে নয়

#সততা, আন্তরিকতা, দয়া, নম্রতা আর দায়িত্ববোধের শিক্ষা আমাদের জীবনে সুখ ও সামঞ্জস্য এনে দেয় । এমন কি, আমরা পরিষ্কার ভাবে নীতি নিয়ম মেনে চললে তবেই আমাদের পরিবারের প্রতি আমাদের ভালবাসা পূর্ণতা পায় । একজন শিশুর মনে যে মূল্যবোধ রোপন করা হয়েছে, সেই অনুসারে সে বড় হয়ে সবার বোঝা অথবা আশীর্বাদ হয়ে দাঁড়ায় । সত্‍ চরিত্র বলতে সদাচরনকে জানা, বিশ্বাস করা ও অভ্যাস করা বোঝায় । সদাচরণ জন্ম দেয় নৈতিক মূল্যবোধ থেকে এবং তা প্রচেষ্টা আর অভ্যাসের ফলে একজন লোকের জীবন গেঁথে যায় ।

বিষয়: Contest_mother

২০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File