বিডিআর হত্যার নাটের গুরু পাকিস্তানের আইএসআই- মূল পরিকল্পনায় জামাত-শিবির।
লিখেছেন লিখেছেন জোসনা বিবি ০২ নভেম্বর, ২০১৩, ০৫:৪৭:১৪ সকাল
						 
						 
প্রথানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করাই ছিল উদ্দশ্য, মূল পরিকল্পনায় ছিল জামাত-শিবির এবং সাকা। 
যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনএনের ওয়েবসাইটে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর তাতে বলা হয়েছে, বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় হত্যাযজ্ঞের সাথে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত। প্রতিবেদনে আরো বলা হয়েছে ; ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ হলেও তা করার পরিকল্পনা ছিল আগের দিন। মূল পরিকল্পনা ছিল শেখ হাসিনা এবং সে সময়ের সেনাপ্রধান মইন উ আহমেদকে হত্যা। 
প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় জামায়াতে ইসলামীর বেশ কজন শীর্ষস্থানীয় নেতা এবং সাকা চৌধুরী ফোনে দুবাই, লন্ডন এবং ইসলামাবাদে আইএসআই চরদের সাথে ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। গোটা বিদ্রোহে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও নানা সহযোগিতা করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন