মোল্লার আধহাত কপাল বাদে ভরা গতরই প্যাট (মোল্লাতন্ত্র নির্মূলের প্রয়াস)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ০৮ এপ্রিল, ২০১৪, ০৪:৫০:৪২ বিকাল

কুষ্টিয়ার একটি আঞ্চলিক প্রবাদ হলো- ‌‍ মোল্লার আধহাত কপাল বাদে ভরা গতরই প্যাট। অর্থাৎ মাথা ছাড়া মোল্লাদের নাকি বাকি সমস্ত শরীরই খাদ্যের গোডাউন। মোল্লাদের বর্তমানে যে অবস্থা তাতে এরকম প্রবাদ চালু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আজকে ধর্মের কথা আসলেই আসে মোল্লার কথা, আর মোল্লা মানেই টাকা, মুষ্ঠির চাউল, জমির সদ্য প্রাপ্ত ধান বা গাছের ফল-মূলের প্রথম শ্রেণির দাবিদার। মোল্লা ছাড়া যেন ধর্ম অচল, আর টাকা ছাড়া মোল্লা অচল। অর্থাৎ ধর্মের কল এখন আর বাতাসে নড়ছে না, ধর্মের কল এখন টাকায় নড়ছে। যার টাকা আছে, যার কাছে দামি হাদীয়া পা্ওয়ার সম্ভাবনা আছে, যে ব্যক্তি মোল্লাদের পকেট গরম রাখার সামর্থ রাখে মোল্লা তারই তাবেদারী করে, তারই পক্ষে ফতোয়া দেয়। আমার আপনার মতো সাধারণ বুভূক্ষ, হাড্ডিসার, দরিদ্র লোকদেরর জন্য কবে কোন মোল্লা আসমানে হাত তুলেছে? মজার ব্যাপার হলো- মোল্লাদের সাথে সবচেয়ে বেশি গণ্ডগোল বাধে কার জানেন? মোল্লাদেরই। জামাতির চোখে চরমোনাই কাফের, চরমোনাই এর চোখে জামাতি কাফেরের চেয়েও বড় কাফের, আহলে হাদীসের চোখে চরমোনোই-জামাতি উভয়েই কাফের, আবার হেফাজতের চোখে পুরো বাংলাদেশ সরকার কাফের, ওলামা লীগের চোখে হেফাজত কাফের, রাজারবাগী-দেওয়ানবাগী, ন্যাঙ্টা বাবা, দয়াল বাবার কথা না হয় বাদই দিলাম। দেশে যদি একটি জরিপ করেন, সামাজিকভাবে মানুষকে কোন শ্রেণি সবচেয়ে বেশি বিভক্ত করে রেখেছে? উত্তর পাবেন মোল্লা শ্রেণি। মোল্লাদের ব্যাপারে আমার আপত্তি দু-একজায়গার মধ্যেই সীমাবদ্ধ নয়। হাজার হাজার, লক্ষ্ লক্ষ শব্দ লেখা যায় এই মোল্লাদের বিপরীতে। কিন্তু কী লাভ? যতই কর কারিকুরি- মোল্লার হাতেই চাউলের খুরি। আমি যখনই মোল্লাদের ব্যাপারে দু-এক লাইন লিখেছি তখনই নিশ্চিত নাস্তিক ট্যাগ পেয়েছি। শত চেষ্টা করেও মোল্লা অনুগতদের বোঝাতে পারি নি যে, মোল্লা আর ইসলাম এক জিনিস নয়। তবে আফসোস নাই, প্রবল আশা আছে। স্বপ্ন আছে। কোন যালেম লোককে গালি দেওয়ার সময় অনেক ক্ষেত্রে আমরা বলি, তুই একটা জাহেল, তুই একটা ফেরাউন, ঠিকই তেমনিভাবে আমি স্বপ্ন দেখি এমন একটি সময়ের যখন মানুষ ভণ্ড বা প্রতারক বা নিকৃষ্ট লোকদেরকে বোলবে- তুই তো একটা মোল্লা, তুই তো একট মুফতি, তুই তো একটা আল্লামা, তুই তো একটা মাওলানা-পীর, তুই তো একটা ধর্মব্যবসায়ী। তেমন সময় আসবে, আসতেই হবে। মানবতার মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য, ঐক্যবদ্ধ একটি পৃথিবী গড়ার জন্য আল্লাহ অচীরেই এমন সুদিন আমাদের দান করবেন। সেদিন মোল্লার স্থান হবে শুধুই ইতিহাসের পাতায়।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204531
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : এইসব কাঠ মোল্লাদের দিন শেষ। ধর্মকে পুজি করে তাদের ব্যবসা করার দিন আর নাই। মানুষ আগের থেকে অনেক সচেতন।
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
153634
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : ঠিক কথা কইছেন।ধন্যবাদ।
204541
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
ডাহুকী লিখেছেন : আখিরাতে দ্বিগুণ শাস্তি হবে ইমামদের (নেতাদের)
যদি আপনার মসজিদের চারপাশে যেসব বেনামাজি, বেপর্দা মানুষ, সুদ ও ঘুষখোর, ব্যক্তি কাল আল¬াহর আদালতে দাঁড়িয়ে বলে, হে আমাদের রব! আমাদের ইমাম সাহেব মাসিক বেতন নিতেন, মসজিদে নামাজ পড়িয়ে ওয়াজ নসিহত করে চলে যেতেন, মিলাদ ও বিয়ের দাওয়াত দিলে খেতেন, পয়সা নিতেন, দেনমোহর নিজেও দেননি, পরিশোধ না করণেওয়ালা পাত্রের বিবাহ পড়িয়েছেন, যৌতুকের বিবাহ পড়াতেন, মরলে লাশের পাশে কোরআন খতম করে পয়সা নিতেন, অন্যকে এ সম্পর্কে নিষেধ করেননি। তিনি যদি এগুলো না করতেন, জানাজার নামাজ না পড়াতেন, ঘরে ঘরে গিয়ে নামাজ, পর্দার কথা, সুদ-ঘুষের বিরুদ্ধে কথা বলতেন। কিন্তু বলেননি। হে আল¬াহ! এ নেতাদের দ্বিগুণ শাস্তি দাও। তখন আল¬াহর কাছে কী জবাব দেবেন? নেতারা তাই সময় থাকতে তওবা করে দোয়া করুন।
204575
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
নীল জোছনা লিখেছেন : খুব ভালো লিখেছেন। আমি আপনার সাথে সহমত।
204611
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সময় আসবে, আসতেই হবে। মানবতার মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য, ঐক্যবদ্ধ একটি পৃথিবী গড়ার জন্য আল্লাহ অচীরেই এমন সুদিন আমাদের দান করবেন। সেদিন মোল্লার স্থান হবে শুধুই ইতিহাসের পাতায়।
204612
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
সত্যবাদী ব্লগার লিখেছেন : আসলে নামাজ পরিয়ে ওয়াজ করে টাকা নেয়া তো পুরাই কোরআন বিরুধী... কে বলেছে মাদ্রাশায় পরে মসজিদের ইমাম হতে ??? আল্লাহ বলেছেন ???? অন্য কাজ করে জিবিকা নির্বাহ করতে হবে...।।
204617
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কথাই বলেছেন।
ইকবার এদের সম্পর্কেই লিখেছেন "ঝগড়া বিবাদ শিখায়েছে খোদা যেমন সকল মোল্লাদের"
204634
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
বিন হারুন লিখেছেন : স্কুলেতো বিয়ে পাশ করেও কুরআন তেলাওয়াত শেখা যায় না. আমরা মোল্লা ছাড়া কার কাছে ইসলাম শিখতে যাব?
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৫
153673
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : শোনেন, স্কুলে যে কুরআন শিক্ষা দেওয়া হয় না, সেটা আমি অস্বীকার করছি না। তবে মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয় সেটাও যে প্রকৃত ইসলাম শিক্ষা দেয়া হয় তাও কিন্তু নয়। মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেয় কারা? ঐ মোল্লা বা তাদের অনুসারীরাই তো। সুতরাং তারা সেই ইসলামই শিক্ষা দেবে যা তারা নিজেরা পালন করছে। আলীয়া মাদ্রাসায় যাবেন কওমী মাদ্রাসা সম্পর্কে আপনাকে বিভ্রান্ত করে ছাড়বে, আবার কওমীতে যাবেন আলীয়া মাদ্রাসা সম্পর্কে বিভ্রান্ত করবে, গোড়ামার্কা মানুষ বানিয়ে ছাড়বে। বস্তুত এদের কারও কাছেই প্রকৃত ইসলাম নেই। কেবল দাড়ি, টুপি, লেবাসধারী আর আরবী ব্যকরণ জানা সেই সাথে দু-দশটি মাসলাহ-মাসায়েল জানা লোকমাত্রই যে ইসলামী ব্যক্তিত্ব তা নয়, বরং আল্লাহ কোর'আনে বলেছেন আমি তোমাদের পোশাক দেখি না, দেখি অন্তর। আর একটি কথা, প্রকৃত ইসলাম শিখতে পণ্ডিত হবার দরকার পড়ে না, লেখাপড়া জানতেই হবে তেমন কোনও শর্তও নেই। প্রকৃত ইসলাম হলো সহজ-সরল, সেরাতাল মুস্তাকিম। রসুলের সাহাবীদের কয়জন লেখাপড়া জানতেন? তারা কোন মাদ্রাসায় পড়েছিলেন। অথচ তারা কি ইসলাম আমাদের এই কাঠমোল্লাদের থেকে কম বুঝেছিলেন? তার মানে এই নয় যে, লেখাপড়া করতে হবে না। লেখাপড়া করতে হবে, তবে ইসলাম বোঝার জন্য যে মাদ্রাসাতেই পড়তে হবে তেমন কোন যু্ক্তি নেই।
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
153676
বিন হারুন লিখেছেন : তাহলে কি ইসলাম শিখতে হবে না. বলেন আপনি ইসলাম কার কাছ থেকে শিখেছেন?
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৮
153677
বিন হারুন লিখেছেন : সাহাবারা সবাই নবীর শিক্ষায় শিক্ষিত ছিলেন. আসলে আপনার মতলব কী?
204644
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
হাসান কবীর লিখেছেন : ভাগে গাজা কম পড়ছে নাকি?
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
153674
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : আপনার বুঝি চাহিদা অনুযায়ীই সাপ্লাই হচ্ছে?
০৭ জুন ২০১৪ রাত ১০:২৮
178801
হাসান কবীর লিখেছেন : তাহলে ধরেই নিতে পারি আমার অনুমান সঠিক
204692
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
জেদ্দাবাসী লিখেছেন : "জামাতির চোখে চরমোনাই কাফের, চরমোনাই এর চোখে জামাতি কাফেরের চেয়েও বড় কাফের," কথাটার প্রমান দিন । না হয় আপনি মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকুন ।

ঢালাও ভাবে সব মোল্লারা কারাপ বলা উচিত নয় । তবে দুঃখুজনক ভাবে বেশির ভাগ মোল্লারা টাকার পিছনে দৌডাচ্ছে এটা ঠিক । এর জন্য মাদ্রাসা শিক্ষা না, গোটা সমাজ বেব্যাস্তা দায় । ধন্যবাদ ।


সব মুসলিমের ঐক্য চাই ।


১০
204747
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৫
সন্ধাতারা লিখেছেন : You should purify yourself first then talk about negative things of others. It is not good motive to generalised everything together.
১১
204866
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৯
শেখের পোলা লিখেছেন : সত্যিকারের মোল্লাও যে নাই তা কি বলা যায়? অবশ্যই আছে৷ হয়তো সংখ্যায় কম৷ তাদের জন্য শিক্ষনীয় বিষয় লিখুন৷ সেই মোল্লাদের সঠিক মোল্লা বানাতে চেষ্টা করা আমাদের কাজ নয়কি? চলুন তাই করি৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File