আজ দাদাদের সাথে খেলা (!)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৬:৩৩ সন্ধ্যা

আজ দাদাদের সাথে আমাদের জমজমাট খেলা চলছে। দাদারা আমাদের সাথে তেমন একটা খেলার আগ্রহ দেখান না। কিন্তু সিস্টেমের জালে আটকা পড়ে আজ খেলতেই হচ্ছে। গত এশীয়া কাপে হারার পর সম্ভবত এটাই আমাদের সাথে তাদের প্রথম খেলা। তারা কি আবারও হারতে যাচ্ছে? তাহলে তো সর্বনাশ! না জানি কি আইন আবার তৈরি করে ফেলে। তাই বলছি, তারা জিতুক। তাছাড়া আমরা তো হারলেও কোন সমস্যা নেই। কত বার হারলাম, কত লোকে আমাদেরকে কত কথা বোলল কৈ তাতে তো আমাদের কিছুই হয় নি। হার সহ্য করতে আমাদের গলায় বাধে না, তাও আবার দাদাদের বিরুদ্ধে হার। সেটা তো সোনার অক্ষরে লেখা থাকবে। কিন্তু ভুল করেও যদি জিতে যাই তাহলে কিন্তু খবর আছে (!) মনে রাখতে হবে, আমরা দাদাদের জন্য, দাদারা আমাদের জন্য নয়। তাদের মত মানুষই হয় না। দাদাদের জায়গায় অন্য কেউ থাকলে আমাদের জাতীয় টিমকে এশিয়া কাপে নয়, দেশিয় কাপে অংশ নিতে হতো।

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183403
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভারতের সাথে আমরা এত ভালো করি কেন ?ঠান্ডার রাতে কম্বল ছাড়া আজ ঘুমাতে পারব মনে হচ্ছে এরম আরাম লাগতাছে। ভারত বাশ খেলে আমার আরাম লাগে কেন ?
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
135515
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : এটাই দেশপ্রেম।
183465
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : রেন্ডিয়া সামলা
183486
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
নীল জোছনা লিখেছেন : খেলায় হারতে বসেছে বাংলাদেশ Sad Sad
183508
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : দাদারা হারলে কিন্তু সব খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা হবে।
183666
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৫
সজল আহমেদ লিখেছেন : দাদারাই জিতল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File