আজ দাদাদের সাথে খেলা (!)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৬:৩৩ সন্ধ্যা
আজ দাদাদের সাথে আমাদের জমজমাট খেলা চলছে। দাদারা আমাদের সাথে তেমন একটা খেলার আগ্রহ দেখান না। কিন্তু সিস্টেমের জালে আটকা পড়ে আজ খেলতেই হচ্ছে। গত এশীয়া কাপে হারার পর সম্ভবত এটাই আমাদের সাথে তাদের প্রথম খেলা। তারা কি আবারও হারতে যাচ্ছে? তাহলে তো সর্বনাশ! না জানি কি আইন আবার তৈরি করে ফেলে। তাই বলছি, তারা জিতুক। তাছাড়া আমরা তো হারলেও কোন সমস্যা নেই। কত বার হারলাম, কত লোকে আমাদেরকে কত কথা বোলল কৈ তাতে তো আমাদের কিছুই হয় নি। হার সহ্য করতে আমাদের গলায় বাধে না, তাও আবার দাদাদের বিরুদ্ধে হার। সেটা তো সোনার অক্ষরে লেখা থাকবে। কিন্তু ভুল করেও যদি জিতে যাই তাহলে কিন্তু খবর আছে (!) মনে রাখতে হবে, আমরা দাদাদের জন্য, দাদারা আমাদের জন্য নয়। তাদের মত মানুষই হয় না। দাদাদের জায়গায় অন্য কেউ থাকলে আমাদের জাতীয় টিমকে এশিয়া কাপে নয়, দেশিয় কাপে অংশ নিতে হতো।
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন