এই মুহূর্তে দেশবাসীর একমাত্র করণীয় ঐক্যবদ্ধ হওয়া- -মসীহ উর রহমান, আমীর, হেযবুত তওহীদ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:২৩:২৮ সন্ধ্যা
এক বিবৃতিতে হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান বলেন, দেশের আপামর জনগণ সকলকে একটি কথা বুঝতে হবে – ঐক্যই সকল শক্তির মূল। একাত্তর সালে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হোয়ে পাকিস্তানের অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হোয়েছিল তখন কোন শক্তিই আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নি। কিন্তু সেই ঐক্য আমরা ধোরে রাখতে ব্যর্থ হোয়েছি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করার পর বিগত ৪২ বছরে পশ্চিমা পরাশক্তিগুলোর ইন্ধনে, প্রকারান্তরে তাদের চাপিয়ে দেওয়া বিভিন্ন মত-পথ-মতবাদের উপর ভিত্তি কোরে শত শত রাজনৈতিক দল গড়ে ওঠে। এভাবে আমরা রাজনৈতিকভাবে বিভক্ত হোয়ে পড়ি। অপরদিকে ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মকে ব্যবহার কোরে স্বার্থ উদ্ধারের জন্য অসংখ্য দল-মত-তরিকা সৃষ্টি কোরে রেখেছে, তারাও ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত কোরেছে। এই উভয় শ্রেণির রাজনৈতিক বাদ-বিসম্বাদের পরিণামে ৪২ বছরে এই জাতিটি একদিনের জন্যও ঐক্যবদ্ধ হোতে পারে নি, এক দিনের জন্যও এ জাতিকে শান্তিতে থাকতে দেওয়া হয় নি। আমাদের দেশের ভৌগোলিক সীমানা একটুও বাড়ে নি, কিন্তু আমরা সংখ্যায় এখন হোয়েছি প্রায় ১৬ কোটি। এই অবস্থায় এই দরিদ্র জাতিটির মধ্যে যদি দাঙ্গা, হামলা, ভাঙচুর, অগ্নি-সংযোগ, হরতাল, অবরোধ, ব্যবসা বাণিজ্য বন্ধ কোরে দেওয়া ইত্যাদি চোলতে থাকে তাহোলে আর জাতির অস্তিত্বই থাকবে না। তখন কে কোন দলের কতবড় নেতা, কে কোন দলের অনুসারী এসব হিসাব কোরে কোনো লাভ হবে না। সকলকে মনে রাখতে হবে, যেখানে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত লোকেরা আক্রান্ত হয়, নিরীহ নারী, শিশু, বৃদ্ধ আক্রান্ত হয় সেখানে আমরা কেউই নিরাপদ নই। তাই এমন একটি অনিরাপদ সমাজে অপরিহার্য হোয়ে দাঁড়িয়েছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া।
আমাদের এই অনৈক্য, বিভেদের সুযোগ নিয়ে বৈদেশিক পরাশক্তিগুলো এই ভূখণ্ডের দিকে শ্যেনদৃষ্টি হানছে, তাদের আনাগোনা, অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতিমাত্রায় হস্তক্ষেপের উদ্দেশ্য নিয়ে সচেতন দেশপ্রেমিক ব্যক্তিরা চিন্তিত হোয়ে পড়েছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা না থাকা ইত্যাদি নানা ওসিলাকে দাঁড় কোরিয়ে এই পরাশক্তিগুলোর অযাচিত হস্তক্ষেপে সিরিয়ায়, ভিয়েতনামে, লিবিয়ায়, ইরাকে, মিসরে, ফিলিস্তিনে, আফ্রিকার দেশগুলোতে এক কথায় তৃতীয় বিশ্বের মোসলেম সংখ্যাগরিষ্ট দেশগুলোর অবস্থা কী হোয়েছে তা কারও অজানা নয়। এই অবস্থায় এই জাতিকে কয়েকটি কথার উপর এই মুহূর্তে ঐক্যবদ্ধ হোতেই হবে।
১. আমরা যে যে দল মত, ধর্ম-বর্ণই হোই না কেন আমরা এই সমাজের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো, আমরা বিশ্বাস কোরব মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই, এক বাবা মা আদম হাওয়ার সন্তান।
২. রাজনীতির নামে সকল প্রকার সহিংসতা, দাঙ্গা, ভাঙচুর, ক্ষতিকর সকল কর্মসূচির বিরুদ্ধে আমরা একমত।
৩. ধর্ম নিয়ে সকল প্রকার ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
৪. কেউ কারো উপরে হামলা কোরবে না, কারো ক্ষতি কোরবে না, কেউ কারও ব্যবসা-বাণিজ্য, চলাফেরায় বিঘœ সৃষ্টি কোরবে না।
এক কথায় যা কিছু সত্য ও ন্যায়সঙ্গত, যা কিছু মানবতার কল্যাণে তা গ্রহণ কোরব, আর যা কিছু অন্যায়, অসত্য, মানুষের অকল্যাণ বয়ে আনে তার সবকিছু প্রত্যাখ্যান কোরব। আমরা দেশের বিভিন্ন স্থানে ডকুমেন্টারি প্রদর্শন, সেমিনার, মাইকিং, পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধর্মব্যবসায়ী শ্রেণি এবং কোন শয়তানী অপশক্তি অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত ও বিভ্রান্ত কোরে যেন মানবতার কল্যাণে আমাদের গৃহীত এই মহতী উদ্যোগকে বাধাগ্রস্ত কোরতে না পারে সে জন্য সকলের সহযোগিতা আমরা কামনা কোরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস কোরি, প্রাকৃতিক সম্পদে ভরপুর যে উর্বর মাটি স্রষ্টা আমাদেরকে দিয়েছেন তাই আমাদের সমৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট। আমরা যদি ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হোতে পারি আমাদের কোন অভাব থাকবে না, আমাদেরকে অন্য কারও মুখাপেক্ষী হোয়েও থাকতে হবে না। আমরা হবো স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন জাতি। কোনও পরাশক্তিকে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতাচ্যুত হোল ইত্যাদি নিয়ে আপাতত বাদ-বিসম্বাদ না কোরে সকলে মিলে ঐক্যবদ্ধ হোলে দেশময় শান্তি, স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসবে এনশা’আল্লাহ।
বিষয়: বিবিধ
২০৪৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসাদ আলী'র লেখার ধরন স্টাইলেই বুঝা যায় - এটা 'র' এর ফ্যাক্টরী তে বানানো
দেখা যাবে আপনি কত বড় মুসলমান রক্ষার সৈনিক।
মন্তব্য করতে লগইন করুন