এই মুহূর্তে দেশবাসীর একমাত্র করণীয় ঐক্যবদ্ধ হওয়া- -মসীহ উর রহমান, আমীর, হেযবুত তওহীদ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:২৩:২৮ সন্ধ্যা



এক বিবৃতিতে হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান বলেন, দেশের আপামর জনগণ সকলকে একটি কথা বুঝতে হবে – ঐক্যই সকল শক্তির মূল। একাত্তর সালে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হোয়ে পাকিস্তানের অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হোয়েছিল তখন কোন শক্তিই আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নি। কিন্তু সেই ঐক্য আমরা ধোরে রাখতে ব্যর্থ হোয়েছি। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করার পর বিগত ৪২ বছরে পশ্চিমা পরাশক্তিগুলোর ইন্ধনে, প্রকারান্তরে তাদের চাপিয়ে দেওয়া বিভিন্ন মত-পথ-মতবাদের উপর ভিত্তি কোরে শত শত রাজনৈতিক দল গড়ে ওঠে। এভাবে আমরা রাজনৈতিকভাবে বিভক্ত হোয়ে পড়ি। অপরদিকে ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মকে ব্যবহার কোরে স্বার্থ উদ্ধারের জন্য অসংখ্য দল-মত-তরিকা সৃষ্টি কোরে রেখেছে, তারাও ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত কোরেছে। এই উভয় শ্রেণির রাজনৈতিক বাদ-বিসম্বাদের পরিণামে ৪২ বছরে এই জাতিটি একদিনের জন্যও ঐক্যবদ্ধ হোতে পারে নি, এক দিনের জন্যও এ জাতিকে শান্তিতে থাকতে দেওয়া হয় নি। আমাদের দেশের ভৌগোলিক সীমানা একটুও বাড়ে নি, কিন্তু আমরা সংখ্যায় এখন হোয়েছি প্রায় ১৬ কোটি। এই অবস্থায় এই দরিদ্র জাতিটির মধ্যে যদি দাঙ্গা, হামলা, ভাঙচুর, অগ্নি-সংযোগ, হরতাল, অবরোধ, ব্যবসা বাণিজ্য বন্ধ কোরে দেওয়া ইত্যাদি চোলতে থাকে তাহোলে আর জাতির অস্তিত্বই থাকবে না। তখন কে কোন দলের কতবড় নেতা, কে কোন দলের অনুসারী এসব হিসাব কোরে কোনো লাভ হবে না। সকলকে মনে রাখতে হবে, যেখানে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত লোকেরা আক্রান্ত হয়, নিরীহ নারী, শিশু, বৃদ্ধ আক্রান্ত হয় সেখানে আমরা কেউই নিরাপদ নই। তাই এমন একটি অনিরাপদ সমাজে অপরিহার্য হোয়ে দাঁড়িয়েছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া।

আমাদের এই অনৈক্য, বিভেদের সুযোগ নিয়ে বৈদেশিক পরাশক্তিগুলো এই ভূখণ্ডের দিকে শ্যেনদৃষ্টি হানছে, তাদের আনাগোনা, অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতিমাত্রায় হস্তক্ষেপের উদ্দেশ্য নিয়ে সচেতন দেশপ্রেমিক ব্যক্তিরা চিন্তিত হোয়ে পড়েছেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিতিশীলতা, গণতন্ত্রের চর্চা না থাকা ইত্যাদি নানা ওসিলাকে দাঁড় কোরিয়ে এই পরাশক্তিগুলোর অযাচিত হস্তক্ষেপে সিরিয়ায়, ভিয়েতনামে, লিবিয়ায়, ইরাকে, মিসরে, ফিলিস্তিনে, আফ্রিকার দেশগুলোতে এক কথায় তৃতীয় বিশ্বের মোসলেম সংখ্যাগরিষ্ট দেশগুলোর অবস্থা কী হোয়েছে তা কারও অজানা নয়। এই অবস্থায় এই জাতিকে কয়েকটি কথার উপর এই মুহূর্তে ঐক্যবদ্ধ হোতেই হবে।

১. আমরা যে যে দল মত, ধর্ম-বর্ণই হোই না কেন আমরা এই সমাজের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো, আমরা বিশ্বাস কোরব মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই, এক বাবা মা আদম হাওয়ার সন্তান।

২. রাজনীতির নামে সকল প্রকার সহিংসতা, দাঙ্গা, ভাঙচুর, ক্ষতিকর সকল কর্মসূচির বিরুদ্ধে আমরা একমত।

৩. ধর্ম নিয়ে সকল প্রকার ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

৪. কেউ কারো উপরে হামলা কোরবে না, কারো ক্ষতি কোরবে না, কেউ কারও ব্যবসা-বাণিজ্য, চলাফেরায় বিঘœ সৃষ্টি কোরবে না।

এক কথায় যা কিছু সত্য ও ন্যায়সঙ্গত, যা কিছু মানবতার কল্যাণে তা গ্রহণ কোরব, আর যা কিছু অন্যায়, অসত্য, মানুষের অকল্যাণ বয়ে আনে তার সবকিছু প্রত্যাখ্যান কোরব। আমরা দেশের বিভিন্ন স্থানে ডকুমেন্টারি প্রদর্শন, সেমিনার, মাইকিং, পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধর্মব্যবসায়ী শ্রেণি এবং কোন শয়তানী অপশক্তি অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত ও বিভ্রান্ত কোরে যেন মানবতার কল্যাণে আমাদের গৃহীত এই মহতী উদ্যোগকে বাধাগ্রস্ত কোরতে না পারে সে জন্য সকলের সহযোগিতা আমরা কামনা কোরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস কোরি, প্রাকৃতিক সম্পদে ভরপুর যে উর্বর মাটি স্রষ্টা আমাদেরকে দিয়েছেন তাই আমাদের সমৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট। আমরা যদি ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হোতে পারি আমাদের কোন অভাব থাকবে না, আমাদেরকে অন্য কারও মুখাপেক্ষী হোয়েও থাকতে হবে না। আমরা হবো স্বনির্ভর ও মর্যাদাসম্পন্ন জাতি। কোনও পরাশক্তিকে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতাচ্যুত হোল ইত্যাদি নিয়ে আপাতত বাদ-বিসম্বাদ না কোরে সকলে মিলে ঐক্যবদ্ধ হোলে দেশময় শান্তি, স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসবে এনশা’আল্লাহ।

বিষয়: বিবিধ

২০৪৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162850
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : ঘন্টাতো দিলেন, কিন্তু ওটা বিড়ালের গলায় বাঁধবে কে? ঘন্টা হাতে রাজ পথে নামুন আর সলকলকে ডাকুন৷ ঘন্টা বাঁধতেই হবে আর তা আপনাকেই৷ আমির সাহেব, এমন প্রস্তুতি নিন৷
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
117194
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : অলরেডি তিনি নেমে গেছেন এবং মানুষ তাঁর ডাক গ্রহণও করছেন ইনশা'আল্লাহ ১৬ কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ হবেই।
162855
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
রক্তলাল লিখেছেন : এই লোক ভারত থেকে 'র'র হেডকোআয়ার্টারে বসে এগুলো ছাপাচ্ছে।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:২২
117179
ইকুইকবাল লিখেছেন : ওরা ডাইরেক্ট ভন্ড। এটি নিয়ে একটি লেখা দিয়েছিলাম। হেফাজতের সাথেও যোগাযোগ করেছিলাম হেজবুত তাওহিদকে দেওয়ানবাগ, কাদিয়ানিদের সাথে তুলনা করে শয়তান ঘোষণা দিতে। খুব দ্রুতই হেফাজতের পক্ষ থেকে ঘোষণা আসবে
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
117196
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : সম্পূর্ণ মিথ্যা, বানানো,বেঈমানী কথা এটা। কিন্তু চূড়ান্ত কথা এটাই যে - পারলে ঠেকাও। না পারলে চেয়ে চেয়ে দেখ। আল্লাহর জমিনে আল্লাহর মনোনিত এমামের ও তাঁর অনুসারীদের আধীপত্য থাকবে, একমাত্র তারাই মাঠে থাকবে বাঁকিরা আপনার মতো করে মিথ্যা দ্বারা সত্যকে ঢাকার চেষ্টা করে ব্যর্থ হবে।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৫
117208
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : ইকুইকবাল, হুজুর সাহেবদের ঐ ঘোষণাতে হেযবুত তওহীদ শেষ হয়ে যাবে তাই না? আজাইরা কান্নাকাটি না কইরা বরং নিজের পিঠে ও হেফাজতি মোল্লাদের পিঠে কুলা বান্ধেন। এক মুহূর্তেই সরকারের মাইর ভুলে যাবেন যখন জনগণের মাইর পড়বে। সময় কিন্তু আসছে। দিনে হাজার বার কোরে মোল্লা কর্তৃক আমাদের প্রতি মিথ্যারোপ করে ঘোষণা দিলেও জনতার মাইর থেকে বাঁচতে পারবেন না। মানুষ জাগ্রত হচ্ছে। তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে - আপনাদের ইসলাম বেচা-কেনা করার কর্মপ্রক্রিয়া। কাজেই আঁচ তো লাগবেই, আমাদের কারণে মোল্লাদের রমরমা ব্যবসার হানি ঘটছে কাজেই আমাদের প্রতি রাগ তো ধরবেই। এটাই স্বাভাবিক, তাই আপনাদের এই রাঙানি-ভাঙানিকে আমরা গণণাতেই ধরি না।
162872
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
সন্ধাতারা লিখেছেন : রাষ্ট্রীয় ক্ষমতায় কারা বসবে এটাই নিশ্চিত করা মুসলমানদের ঈমানী দায়িত্ব শুধুমাত্র লক্ষ্যবিহীন একতা আর মসজিদে আসা-যাওয়া ঈমানের হক নয়। আশাকরি একতার নামে দালালবাজি বন্ধ করবেন।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
117200
মোহাম্মদ আসাদ আলী লিখেছেন : আমরা কারো দালালী কোরি না, করবোও না। আমরা একমাত্র আল্লাহর দাস, তাঁর প্রতিনিধি, অ্ন্য কারো নয়। অনুমান নির্ভর কথা না বোলে ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন আমরা সত্য সত্যই কারো কোথাও দালালী করেছি কি না। আমরা সত্যের পক্ষে আছি আর সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষেই ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সেটা কার পক্ষে যাচ্ছে আর কার গা জ্বালা হচ্ছে তা দেখার সময় আমাদের নেই।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩৩
117302
রক্তলাল লিখেছেন : গরু হাম্বা করলেই বুঝা যায় যে এটা গরু।
আসাদ আলী'র লেখার ধরন স্টাইলেই বুঝা যায় - এটা 'র' এর ফ্যাক্টরী তে বানানো
162978
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০২:২২
বড়মামা লিখেছেন : বাংলাদেশ মুসলিম জনগনের জন্য স্বাধীন হয়েছে।মুসলিম ও মুশরেকের দাঙ্গার কারনে মুসলীমদের দাবিতে ইংরেজরা দেশ ভাগ করে দিয়া গেছে ।এখন মুসলিম রাষ্টে মুশরিকরা যদি বাস করে তাহলে নিয়ম অনুযায় তাদের নিরাপত্তা দিবে।মুসলিম সরকার।মুসলিম ও মুশরিক কোন দিন ভাই হতে পারে না। আল্লাহ এরকম বলেন নাই। মুশরিকরা মুসলিমের পতিবেশী হতে পারে সেই হিসাবে তাদের যত টুকু হক বা অদিকার আছে তা তারা পাবে।ধর্ম নিয়া ব্যবসা এটা মুর্খের মত কথা ।ব্যবসা হলো কেনা বেছা ।আর ধর্ম হলো নিয়ম নিতি আইন আকিদা কেউ আল্লাহর আইন মানতে চায় কেউ চায় হাওলাত করা আইন কেউ চায় নিজের আইন।যত দিন মানুষ যেকোন এক আইন মানতে রাজি না হবে তত দিন মানুষ এক হতে পারবে না।সবাই কুরআন ওহদিস মানলে হবে।
162992
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩৫
রক্তলাল লিখেছেন : আসাদ আলী আপনি 'র' না হলে আপনার নাম ঠিকানা ছবি টেলিফোন নাম্বার দিন। আপনার বায়োডাটা দিন।

দেখা যাবে আপনি কত বড় মুসলমান রক্ষার সৈনিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File