ব্যাচেলর বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন প্রবাসী বাংগালী ২৪ নভেম্বর, ২০১৩, ০৪:৫১:১৫ বিকাল

ব্যাচেলর বিড়ম্বনা

বর্তমান সরকারের এই পদক্ষেপটি সবচেয়ে ভাল ও সময় উপযোগী কারণ যে সব ব্যাচেলররা পরিবারের রোষানলে নিপতিত বিভিন্ন অজুহাতে পরিবারের লোকেরা ছেলে মেয়েদের বিবাহ দিতে নারাজ যার কারনে তারা একপ্রকার নির্যাতিত মুখ খুলতে পারেনা এই সব ছেলে মেয়েদের উচিত এই সুযোগটার সৎ ব্যবহার করা । সাথে সাথে সরকারের মন্ত্রীসভা সহ সব সেক্টরে যে ব্যাচেলররা আছেন তাদের জন্য ও সরকারীভাবে উদ্যোগ নেয়া উচিত । এবং সরকারীভাবে বিবাহ পক্ষ পালনের উদ্যোগ নিলে আরও ভাল । আইন শৃঙ্কলা বাহিনীর একটি আলাদা শাখা বিবাহ পুলিশ করে রাজধানী ঢাকা শহরে নিয়মিত মহড়া দেয়ার ব্যবস্থা করলে ভাল হয় ।সাথে একটি মেডিক্যাল টিম আবশ্যক । যার ফলস্রুতিতে অনেক ছেলেমেয়ে জীবন সঙ্গী খুজেঁ পাবে এবং পুলিশের ভয়ে অনেকেই তার প্রাণের প্রিয়তমকে সাথে করে মার্কেট অফিস বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতে বাধ্য হবে আর তার স্ত্রীও স্বামীর আড়চোখের চাহনি কতদূর তা পর্যবেক্ষণ করতে পারবে নিজেদের মাঝে understanding বাড়বে ফোন বিল কমবে আরো ………………………………………………অনেক advantage । সাবাস স্বরাষ্ট্র মন্ত্রী । আপনাকে আরো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া উচিত তা হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয় । তবে দুঃখ লাগে তাদের জন্য যারা এখনও ১৮ বৎসরের নিচে তারাও ত one kind of ব্যাচেলর তাদের কি অবস্থা হবে ?

এই ব্যাচেলর বিড়ম্বনা অনেক পুরোনো বিষয় । সরকার যে কারণে এই কাজটি করতে যাচ্ছে তা হচ্ছে আইন শৃঙ্কলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ।কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই উদ্যোগটা কতটুকু ফলপ্রসু হবে তাহা সময়ই বলে দিবে । দেশের এই ক্রান্তিলনে আরো কত বিড়ম্বনা যে wait করছে বিধাতাই ভাল জানেন ।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File