এবার মমতার জনপ্রিয়তার অগ্নিপরীক্ষা

লিখেছেন লিখেছেন হারানো সুর ১২ মে, ২০১৪, ০৬:৫৮:১১ সকাল

পশ্চিমবঙ্গে 'দক্ষিণ কলকাতা' আসন থেকে বাম শাসনের বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনপ্রিয়তার ওপর ভর করে ছয়বার নির্বাচিত হয়েছেন। ১২ মে শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গে যে ১৭টি আসনে ভোট হতে চলেছে দক্ষিণ কলকাতা তার অন্যতম। ১৯৯১ সালে তৎকালীন সিপিআইএম সাংসদ বিপ্লব দাশগুপ্তকে হারিয়ে এ কেন্দ্র থেকে প্রথমবার সংসদে গিয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১৯৯৮ সালে নিজে নতুন দল গঠন করলেও জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন। এখন বলা যেতে পারে অগ্নিপরীক্ষার সামনে তিনি।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220490
১২ মে ২০১৪ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : '' দিকে দিকে দেখ জাগছে তৃনমূল

দেশটা জুড়ে শুধু ফুটছে জোড়া ফুল
''

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File