জ্ঞান- বিজ্ঞানের ক্ষেত্রে যোগ্যতা অর্জন

লিখেছেন লিখেছেন হারানো সুর ০৯ মার্চ, ২০১৪, ০৭:৫৭:০৬ সন্ধ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা 'আলেমরা হচ্ছেন নবীর উত্তরাধিকারী।' সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ! তারা কিসের উত্তরাধিকারী? তিনি বললেন, ফিল ইলমে। অর্থাৎ মহানবীর জ্ঞানের উত্তরাধিকারী হয়ে তারা তার রেখে যাওয়া কার্যক্রমকে যুগে যুগে পরিচালনা ও প্রতিষ্ঠা করে যাবেন। ইতিহাস পাঠ করে আমরা জানতে পারি, নবীগণ ছিলেন তাদের যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। আমাদের মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তিনি বলে গেছেন, জ্ঞানের সাধনা করে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে যাবেন আলেমরা যুগের চাহিদা অনুসারে। মহানবী (সা.) বলেছেন, 'দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করবে।'

চীনে হলেও জ্ঞান অন্বেষণ করবে।

পৃথিবীতে যারা বড় হয়েছেন, উন্নত হয়েছেন তারা জ্ঞানের মাধ্যমেই হয়েছেন। এটা পবিত্র কোরআনের নির্দেশনা : 'আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করেন যারা ইমান আনে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে।' এ জন্যই পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পাঁচটি আয়াতের প্রত্যেকটিতে জ্ঞানের জয়গান গাওয়া হয়েছে। পড়তে বলা হয়েছে। কলম দিয়ে শেখার কথা বলা হয়েছে। অজানাকে জানার কথা বলা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে যেভাবে ইহকাল-পরকাল উভয় জগতের কল্যাণের কথা বলা হয়েছে, আমরাও উভয় জগতের জন্য প্রয়োজনীয় বিদ্যা শিখব। খোঁটা দিয়ে দানের পুণ্য নষ্ট হয় এ কথা শেখা যেমন প্রয়োজন, তেমনি পোকার কারণে ফসল নষ্ট হয় সে কথা জানাও প্রয়োজন। মহান আল্লাহতায়ালা বলেছেন : তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। সে জন্যই ভাষা জ্ঞান, দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির সাধারণ জ্ঞান এবং জীবনে আর্থিকভাবে প্রতিষ্ঠার জন্য কর্ম নির্বাচন এবং কৌশল গ্রহণ আজ জীবনের অনিবার্য অনুষঙ্গ হিসেবে দেখা দিয়েছে। মহানবী (সা.) বলেছেন, 'জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।' বর্তমান যুগে যে বেশি তথ্য জানে সে বেশি সমৃদ্ধ ও শক্তিশালী। যে তার জ্ঞানের পরিধিকে বড় করল সে আসলে তার যোগ্যতা ও ক্ষমতার পরিসরকে বিস্তার করল। মুসলমানদের জন্য জ্ঞান অর্জন যেহেতু বাধ্যতামূলক, সেহেতু জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা প্রতিটি মুসলমানের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189505
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
189527
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
সঠিক ইসলাম লিখেছেন :
চীনে হলেও জ্ঞান অন্বেষণ করবে।


জ্বাল হাদীস !
189541
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
শাহ আলম বাদশা লিখেছেন : পিলাচ
189542
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : যে তার জ্ঞানের পরিধিকে বড় করল সে আসলে তার যোগ্যতা ও ক্ষমতার পরিসরকে বিস্তার করল

চমৎকার কথাই বলেছেন জনাব। ধন্যবাদ অনেক অনেক
189586
০৯ মার্চ ২০১৪ রাত ১০:০৯
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
189823
১০ মার্চ ২০১৪ সকাল ১০:৩৯
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File