বান্দার প্রতি আল্লাহর হক

লিখেছেন লিখেছেন হারানো সুর ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪১:১০ রাত

মহান আল্লাহর রহমত ও অনুগ্রহ প্রিয় বান্দার প্রতি বর্ষিত হয় প্রতিনিয়ত। প্রত্যেক মানুষ পরম দয়ালু পালনকর্তার দয়ায় বেঁচে থাকে। মহান রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় যে কোনো মানুষকে মৃত্যু দিতে পারেন। তার সব সুখ-শান্তি কেড়ে নিতে পারেন। পাপসাগরে হাবুডুবু খেয়েও বান্দা বেঁচে থাকে আল্লাহর দয়ায়। রবের মহিমায়। মহান পরওয়ারদিগার আদরের বান্দাকে দুনিয়াতে অনুগ্রহ করছেন, আখেরাতেও করবেন। বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে জনসম্মুখে হাজির করা হবে। তারপর তার খারাপ আমলনামা খোলা হবে এমন নিরানব্বই ভলিয়মে, যার প্রত্যেক ভলিয়ম বিস্তৃত হবে দৃষ্টিসীমা পর্যন্ত। তারপর আল্লাহপাক বলবেন, তুমি কি এর কোনো অংশ অস্বীকার করতে পারবে? আমার লেখক ফেরেশতারা কি তোমার ওপর জুলুম করেছে? সে বলবে, না, হে আমার রব (অস্বীকার করব না, উপস্থিত সব খারাপ আমল আমিই করেছি)। আল্লাহ বলবেন, তবে কি তোমার কোনো ওজর-অজুহাত আছে? সে বলবে, না, হে আমার রব! (কোনো ওজর-অজুহাত নেই)। আল্লাহ বলবেন, নিশ্চয় তোমার একটি পুণ্য আমার কাছে রক্ষিত আছে। তুমি নিশ্চিত জান, আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না। এরপর এক টুকরো কাগজ বের করা হবে, যাতে লেখা আছে কালিমায়ে শাহাদাত- অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসূল। তারপর আল্লাহ বলবেন, তোমার আমলের ওজন দেখার জন্য উপস্থিত হও (অর্থাৎ তোমার খারাপ আমলের ওজন বেশি, নাকি ভালো আমলের ওজন বেশি তা জেনে নাও)। তখন সে বলবে, হে আমার প্রতিপালক! ওই বিশাল দফতরের মোকাবিলায় কী হবে এই সামান্য কাগজের টুকরা? তখন আল্লাহপাক বলবেন, তোমার ওপর কোনো অবিচার করা হবে না। নবীজী (সা.) বলেন, তারপর ওই (খারাপ আমলের) দফতরগুলো দাঁড়িপাল্লার এক ধারে হালকা হয়ে উঠবে এবং কাগজের টুকরোর পাল্লা ভারী হয়ে ঝুলে পড়বে। আল্লাহর নামের মোকাবিলায় কোনো জিনিস ভারী হতে পারবে না। (তিরমিজি ও ইবনে মাজাহ)। কিয়ামতের মাঠে আল্লাহর রহমত ও অনুগ্রহ সম্পর্কে হজরত আয়েশা (রা.) বলেন, আমি কোনো এক নামাজের পর রাসূল (সা.)কে এই দোয়া করতে শুনেছি যে, 'হে আল্লাহ! আমার থেকে সহজ হিসাব নিন'। যখন তিনি বিরত হলেন তখন আমি বললাম, হে আল্লাহর নবী! সহজ হিসাব কী? তিনি বললেন, আল্লাহ বান্দার (কৃত অপরাধনামা) আমলনামা দেখবেন, তারপর তাকে ক্ষমা করে দেবেন। হে আয়েশা! সে দিন যার হিসাব যাচাই-বাছাই করা হবে, সে ধ্বংস হয়ে যাবে। (আহমদ)। মহান আল্লাহ আমাদের সহজ হিসাব নসিব করুন। আমিন।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180855
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ কথাগুলো ব্লগে শেয়ার করার জন্য।
180919
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩০
সজল আহমেদ লিখেছেন : THANKS A LOT.
180947
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File