থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ
লিখেছেন লিখেছেন হারানো সুর ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৭:৪০ সকাল
আজ 'থার্টি ফার্স্ট' নাইটে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গুলশান, বনানী, বারিধারা ও কূটনৈতিক এলাকার সড়কে রাত ৮টার পর থেকে চলাচল করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সহস্রাধিক সদস্য সর্বোচ্চ সতর্ককতায় রয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্রসিং, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে চলবে তল্লাশি। এ বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ নগরবাসীকে রাত ৮টার মধ্যে ঘরে ফেরার পরামর্শ দিয়ে বলেছেন, প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর থেকে চলাচলে বেশকিছু সড়কে নিষেধাজ্ঞা থাকবে। রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করা লোকজন ছাড়া কাউকে সেখানে যেতে দেওয়া হবে না। লাইসেন্স করা অস্ত্র বহনের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। অন্যদিকে র্যাব জানিয়েছে, গুরুত্বপূর্ণ এলাকা সুইপিং করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। রাজধানীতেই দুই হাজার এবং দেশের অন্যান্য স্থানে র্যাবের তিন হাজার সদস্য মোতায়েন থাকবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাপেক্ষে র্যাব সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। ৩১ ডিসেম্বর রাতে প্রস্তুত রাখা চারটি ভ্রাম্যমাণ আদালতের সহায়তা নেবে রাজধানীতে অবস্থিত র্যাবের সবকটি ব্যাটালিয়ন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
একজনের আনন্দ যেন অন্যের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায় এ জন্য নগরবাসীসহ দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করছে র্যাব।
সংবাদ সম্মেলনের পর ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বছরের বিদায়ী দিনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ঢাবি এলাকায় প্রবেশের ক্ষেত্রে পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে। রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণেও কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর বনানী ক্রসিং ছাড়া বারিধারার ডিপ্লোম্যাটিক জোনকে ঘিরে থাকা সব ক্রসিং বন্ধ করে দেওয়া হবে।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন