এই দেশে-৫
লিখেছেন লিখেছেন হারানো সুর ১২ নভেম্বর, ২০১৩, ০৮:৪১:২৫ রাত
বাংলায় একটি কথা প্রচলন আছে, আর তা হল দুই নৌকায় পা দেয়া। আমাদের সমাজে বর্তমানে এমন লোকের সংখ্যাই বেশি যারা কথা বলে একটি আর কাজ করে অন্যটি। অনেকে বিশ্বাস একটি আদর্শ আর কাজেকর্মে দেখা যায় ভিন্নতা। দুই নৌকায় পা দিলে যে তা কখনও শুভ হয় না, এটা সকলেই বিশ্বাস করে। তবুও শুধুমাত্র নিজ স্বার্থ হাসিল করার জন্য অনেকেই এই ধরনের কাজ করে। আসলে আমাদের জাতীয় চরিত্র এতটাই কলুষিত যে সঠিক পথে চলা খুবই দুষ্কর।
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন