পুলিশি তাণ্ডব ও হত্যা কাণ্ডের উস্কানিদাতা সংবাদিক নামদারি সন্ত্রাসী কিছু সংবাদিক।

লিখেছেন লিখেছেন মেজবাহ আরজেল ০৪ মার্চ, ২০১৪, ১২:৫৯:৩৩ দুপুর

ময়না পাখি.

আজ দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ করলো টিক এভাবে বগুড়ায় জামায়াত-শিবিরের নারকীয় ধ্বংসযজ্ঞের এক বছর অতিবাহিত হলেও ৫৫টি মামলায় লক্ষাধিক আসামি থাকলেও অভিযোগপত্রে ‘মাত্র’ ৩ হাজার ১২০ জনকে আসামি দেখানো হয়েছে। এতো কম সংখ্যক ব্যক্তির নামে অভিযোগপত্র দাখিল করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে চার্জশিটভুক্ত আসামির মধ্যে গত এক বছরে গ্রেফতার হয়েছে ‘মাত্র’ ৮৪৩ জন। এটি নাকি সংবাদ প্রকাশের নমুনা ৩ হাজার লোককে আসামী করা হল সাংবাদিক লিখেছেন ‘মাত্র’ ৩ হাজার, গ্রেফতার হয়েছে ৮৪৩ জন, তিনি লিখলেন ‘মাত্র’ ৮৪৩ জন!। সাংবাদিক সাহেব, ‘মাত্র’ শব্দ ব্যাবহার করে কি বুজাতে চাচ্ছেন ? মামলায় আসামী সংখ্যা কম হয়েছে ? যেখানে আসামী সংখ্যা প্রায় ১ লক্ষ!। গ্রেফতার সংখ্যা কম হয়েছে? যেখানে গ্রেফতার সংখ্যা প্রায় ৮৪৩ জন, এই সমস্ত সংবাদ প্রকাশ করার অর্থ হল সরকার ও পুলিশকে উস্কে দেওয়া। এই উস্কেদেওয়ার কারণে যদি কোন নিরপরাদ মানুষকে হত্যা করা হয় এর দায় দায়িত্ব সংবাদিক নামদারি সন্ত্রাসী সাংবাদিকে নিতে হবে ।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186586
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা সাংবাদিক নামের সন্ত্রাসী।
186597
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১ লক্ষ মানুষ গ্রেফতার হলে ব্যাপারটা বিশ্ব রেকর্ডন হতো!!
সেই রেকর্ড না করার দুঃখ।
186603
০৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
আহমদ মুসা লিখেছেন : দায়িত্বজ্ঞানহীন হলে মানুষ আর মানুষ থাকে না। যিনি এই নিউজটি তৈরী করেছেন তিনি নিজেকে হয়তো মানুষ মনে করেন না।
186629
০৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৫
186742
০৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
সজল আহমেদ লিখেছেন : হলুদ মিডিয়ার অপর নাম জারজ মিডিয়া।
০৫ মার্চ ২০১৪ রাত ০১:০৯
138547
মেজবাহ আরজেল লিখেছেন : Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File