বন্ধুত্বের সংজ্ঞা
লিখেছেন লিখেছেন সুতপা ২৪ অক্টোবর, ২০১৩, ১০:৩৮:৫২ রাত
বন্ধুত্ব কদিন পরে মিউজিয়ামে বাঁধাই করে রাখতে হবে। আমার কথাই ধরুন না! ভালবেসে যখন বন্ধুটাকে বললাম, 'চকোলেট কেক বানিয়েছি খাবি?' এমন সন্দিগ্ধ চোখে তাকাল যেন আমি ঘসেটি বেগম আর আমার হাতে বিষ মেশানো পায়েশের বাটি। বলে কিনা, 'আমার গলায় জ্যাম লাগসে, তোর কেক তুই খা!' এই হলো কিনা আজকালকার ভালবাসা!
ঝুম বৃষ্টি হচ্ছে। টিএসসির মোড়ে দাড়িয়ে আমরা কজন। বললাম, চল ভিজি। বলে কিনা ঠাণ্ডা লেগে যাবে! সবগুলো বুড়োভাম! রোম্যান্টিসজমের ছিটেফোঁটাও নেই! রাস্তার ঝালমুড়ি খাবে না ফুড পয়জনিং হবে, নৌকায় ঘুরবে না ডুবে যাবে, প্রেমে পড়বে না ছ্যাকা খাবে। আরে বাবা এত সাবধান হলে ভুল করবি কবে আর শিখবিই বা কবে?
যাই বলিস না কেন কেকটা বরং খেলেই পারতিস, তাহলে আর ওই লবন দিয়ে বানানো কেক আমাকে দেখতে আসা পাত্রকে খেতেও দিতাম না আর এতদিনে আমার বিয়েও হয়ে যেত!
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন