১৮ দলের সমাবেশ শুরু, প্রথম বক্তা শিবির সেক্রেটারি

লিখেছেন লিখেছেন হোসাইন ব্লগ ২৫ অক্টোবর, ২০১৩, ০৩:০৪:১৭ দুপুর



স্লোগানে স্লোগানে মুখরিত

হয়ে উঠেছে ১৮ দলীয় জোটের

সমাবেশস্থল। রাজধানীসহ

সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের

খ- খ- মিছিল

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান

জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ

আশপাশের জেলার

নেতাকর্মীরা মিছিল

সহকারে সমাবেশ যোগ দিচ্ছেন।

মঞ্চের চারপাশ ঘিরে অবস্থান

নিয়েছেন শিবিরকর্মীরা।

নির্দলীয় সরকারের দাবিতে ১৮

দলীয় জোটের সমাবেশ

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

শুক্রবার রাজধানীর

ঐতিহ্যবাহীসোহরাওয়ার্দীউদ্যানেদুপুর

সোয়া ২টার দিকে পবিত্র কোরআন

তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু

হয়।

কোরআন তেলাওয়াত করেন

ওলামা দলের সভাপতি হাফেজ

আব্দুল মালেক। এরপর প্রথম বক্তব্য

দেন ছাত্রশিবিরের

সেক্রেটারি আব্দুল জাব্বার। এরপর

পর্যায়ক্রমে বিএনপি, এর অঙ্গ ও

সহযোগী সংগঠনের নেতা এবং জোটের

শরিক দলের নেতারা বক্তব্য

দিবেন।

সভা পরিচালনা করছেন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল

আবদিন ফারুক ও বিএনপির অর্থ

বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। এর

আগে শুক্রবার সকাল থেকে শুরু

হয়ে দুপুর পৌনে ২টার দিকে সমাবেশ

মঞ্চ তৈরির কাজ শেষ হয়।

সমাবেশ মঞ্চে ইতোমধ্যে অবস্থান

নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আলমগীর, স্থায়ী কমিটির সদস্য

আসম হান্নান শাহ, লে. জে. (অব.)

মাহবুবুর রহমান, চেয়ারপারসনের

উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

শরিক দলগুলোর মধ্যে জামায়াত

নেতা ডা. আব্দুল্লাহ মো. তাহের,

শফিকুল ইসলাম মাসুদ,

জাগপা সভাপতি শফিউল আলম

প্রধানও উপস্থিত রয়েছেন।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File