কুরবানীর হাটে খাসি নিষিদ্ধ করা হোক

লিখেছেন লিখেছেন পাঠা ১৬ অক্টোবর, ২০১৩, ১১:১৯:০৪ সকাল

ইবনে আযেব (রা) থেকে বর্ণিত, ‘রাসূল (সা) আমাদের মাঝে দাঁড়ালেন। অতঃপর বললেন, চার ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট এবং আহত যে বিকলাঙ্গ হয়ে গেছে’। (তিরমিযি)

ত্রুটিপূর্ণ এবং বিকলাঙ্গ পশু কুরবানী করা হারাম। তারপরও যদি কেও কুরবানী দেয় তাহলে কুরবানী কবুল হয়না। খাসি বিকলাঙ্গ। সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। তাড়াতাড়ি মোটাতাজা করার জন্য তার মনিব তাকে খোজা করে দিয়েছে। যেভাবে পশুকে খোজা করা হয় তা অমানবিক এবং ইসলামে হারাম কারণ এতে প্রাণীর উপর জুলুম করা হয়। কিন্তু তারপরও এদেশে পশুকে খোজা করার একটা কালচার তৈরি হয়েছে। আর কিছু মানুষ না বুঝে দিচ্ছে খাসি কুরবানী।

কাল রাতে গিয়েছিলাম কুরবানীর হাটে পাঠা দেখতে কিন্তু গিয়ে দেখলাম সবই খাসি করা। তাই খালি হাতেই বাড়ি ফিরলাম।

হাটটা যেহেতু কুরবানীর সেহেতু এখানে খাসি আর বলদ বিক্রি নিষিদ্ধ করা হোক। পোস্টটি শেয়ার করে যে সকল মানুষ খাসি কুরবানী দেয় তাদের সচেতন করুন।

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File