বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জ সিষ্টেম bKashএ চালু করা হউক!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩১ জানুয়ারি, ২০১৮, ০১:০৩:০০ রাত







বেশ কয়েক বছর হইল বাংলাদেশে প্রিপেইড মিটার বিদ্যুৎ ব্যাবস্থা চালু হইছে। এটা অবশ্যই একটা ভাল কাজ। অহেতুক বিদ্যুৎ বিল বকেয়া ও বিল সংক্রান্ত কোন ঝামেলার বিষয় নাই। তবে এখন সমস্যা একটাই সারা দেশে এর গ্রাহকদের নিজ অঞ্চলের অনেক দূরে বিদ্যুৎ অফিস গুলোতে গিয়ে বিদ্যুতের প্রিপেইড কার্ড গুলিকে রিচার্জ করতে হয়। আবার এই সরকারী অফিস সময় সূচীতে রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তই খোলা থাকে বিদ্যুৎ অফিস গুলো। কাজেই অনেকের চাকরী ও ব্যাবসা সহ নানা কাজে ব্যাস্ত থাকায় এই সময়টাতে বিদ্যুৎ অফিসে যেয়ে প্রিপেইড কার্ড রিচার্জ করা সময় সাপেক্ষ ও ঝামেলা পূর্ণ। এখন সারা দেশের অভ্যন্তরে টাকা লেনদেন, বিভিন্ন বিল সহ অন্য বিষয় গুলিতে কাছাকাছি bKash এর দোকান বা এজেন্ট গুলির মাধ্যমে করা হয়। তাই এই বিদ্যুতের প্রিপেইড কার্ড গুলিকেও bKashর মাধ্যমে রিচার্জের ব্যাবস্থা করা হউক। তাতে আর সরকারী অফিস টাইম ৯-৫টা কিংবা রোববার-বৃহস্পতিবারের সীমাবদ্ধতা থাকবে না। শুক্র ও শনিবার সহ সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা হতে অন্তত রাত্রি ৮-৯টা পর্যন্ত বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জ করা যাবে। গ্রাহকরা তাদের অফিস ও অন্যান্য দৈনিক আয় রোজগারের কাজ সেরে সন্ধ্য ৬টার পরও সুবিধামত এই রিচার্জ করতে পারবে।

আমার বর্তমান দেশ বৃটেন সহ উন্নত দেশগুলির জেনারেল গ্রোসারী তথা মুদি দোকান গুলিতেও যেখানে ল্যান্ডলাইন ফোনের ব্যাবস্থা আছে সেখানে বিদ্যুৎ, গ্যাস, মোবাইলে ক্রেডিট ভরা সহ নানা বিষয়ে নগৎ অর্থের লেনদেন হয়। সেই সাথে বিভিন্ন জেনারেল পোষ্ট অফিস ও ডাক বিভাগের স্থানীয় অফিস গুলিতেও এই সুবিধা আছে। মানুষের বিভিন্ন কাজে যতটা সময় বাচানো ও র্নিঝঞ্জাট পরিসেবা দেওয়াই এখানে মূখ্য!

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File