প্রিয় দল ম্যানইউর তারকা খেলোয়াড়দের কাছে থেকে দেখার সুযোগ হইল!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩০ নভেম্বর, ২০১৬, ০৯:৪৬:১২ রাত



ডেভিড গিয়া(স্পেন)



সার্জিও রোমেরো(আর্জেন্টিনা)



মার্কোস রোখো(আর্জেন্টিনা), এশলি ইয়াংগ(ইংল্যান্ড) এবং পল পগবা(ফ্রান্স)



ফিল জোন্স(ইংল্যান্ড)



ওয়েইন রুনি(ইংল্যান্ড), হেনরিখ মিখিটারিয়ান(আর্মেনিয়া)



জালাটান ইব্রাহিমোভিচ(সুইডেন)



বাষ্টিয়ান শোয়াইনষ্টাইগার(জার্মানি), ডেইলি ব্লিন্ড(হল্যান্ড)





২৭শে নভেম্বর ম্যানইউ বনাম ওয়েষ্টহ্যামের প্রিমিয়ার লীগের ম্যাচকে ঘিরেই সুযোগ ঘটল টানেলের কাছে থেকে খেলা দেখার। তাই আর মিস না করে টিকেট বুকিং করলাম। যদিও খেলার রেজাল্ট ১-১ তবে প্রিয় ফুটবল তারকাদের কাছে থেকে দেখতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের সবাইকেই বেশ স্বাভাবিক বলে মনে হইল। কোন অহংবোধ নাই। দর্শকরা নাম ধরে ডাকে আর তারা হাত নেড়ে সারা দেয়।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380324
০১ ডিসেম্বর ২০১৬ রাত ০২:২৯
তবুওআশাবা্দী লিখেছেন : আমি লিভারপুল !
০২ ডিসেম্বর ২০১৬ রাত ০৩:৪০
314789
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : ;Winking
380359
০১ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১১
হতভাগা লিখেছেন : ফুটবল খেলা ভাল লাগে ওয়ার্ল্ড কাপের সময় । রাত জেগে ইউরোপিয়ান লীগ দেখার মত স্মার্ট লোক নই ।
০২ ডিসেম্বর ২০১৬ রাত ০৩:৪৩
314790
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : অল্প কয়েকটি দেশ বাদে বাকী দেশের খেলোয়াড়রা আসলে ক্লাবের জন্যই ভাল খেলে। সে যাই হৌক ৪ বছর ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা লম্বা সময় তাই দুধের সাধ ঘোলে মিটে!

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File