রিয়াল জিতলেও ম্যাচটা বোরিং ছিল!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ৩০ মে, ২০১৬, ০৭:৪৫:৩৩ সন্ধ্যা





২০১৩-১৪ মৌসুমে যখন রিয়াল মাদ্রিদ টটেনহামের গ্যারেথ বেইলকে ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়াল তখন থেকেই স্পেনে আমার এক নম্বর দল হয়ে গেল। যদিও বাংলাদেশের বাইরে ম্যানচেষ্টার ইউনাইটেডই আমার এক নাম্বার ফুটবল ক্লাব। সেই ২০১৪র ইউয়েফা চ্যাম্পিয়ান্স লীগের অল স্প্যানিশ ফাইনালেও রিয়াল বনাম এথলেটিকো মাদ্রিদের খেলা হয়েছিল। সেই খেলা সেইরকম আকর্ষণীয় ছিল। বিশেষ করে রিয়ালের আর্জেন্টাইন এঞ্জেল ডি মারিয়া যে খেলা দিছে সেটা জীবনেও ভুলব না। সেই ম্যাচে রিয়ালই ভাল খেলছে। বিশেষ করে অতিরিক্ত ৩০ মিনিটে এথলেটিকোকে দুমড়ে মুচড়ে দিয়ে ৪-১ গোলে জয়ী হয়।

পক্ষান্তরে এবার ২০১৬র ইউয়েফা চ্যাম্পিয়ান্স লীগের ফাইনালে আবার একই স্প্যানিশ দল দ্বয়ের সাক্ষাৎ ঘটলেও দুই বছর আগের মত আকর্ষণীয় ছিল না। যদিও রিয়ালকেই সমর্থন করছি তথাপি এথলেটিকো মাদ্রিদই বেশী চান্স পেয়েছে গোল করার এবং বেশী চাপিয়ে খেলছে। সার্জিও রেমোসের গোল করার পর আর রিয়ালকে সিরিয়াস ভাবে আরো গোল করার তেমন প্রচেষ্টা করতে দেখা যায় নাই। আর এথলেটিকো মাদ্রিদের অপরিপক্কতার কারণে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি মিস করছে। এথলেটিকো একটু বেশী ফাষ্ট খেললেও তাদের নার্ভের সমস্যা ছিল এটাই রিয়ালের জন্য এডভানটেজ হয়ে দাড়ায়। টনি ক্রোসকে উঠিয়ে নিয়ে রিয়ালের মধ্য মাঠের আক্রমণের ধারটা কমিয়ে দেয় কোচ জিদান। অন্যদিকে এথলেটিকোর কোচ সিমিয়োনি দলকে অনেক কৌশল ও পরামর্শ দিলেও স্নায়ু চাপ মূক্ত হয়ে ফিনিশিং করাতে ব্যার্থ হন। এই কারণেই টাইব্রেকারে ৪র্থ শট মিস করে এথলেটিকোর খেলোয়াড়। সেই তুলনায় রিয়ালের পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের আত্নবিশ্বাসীই দেখাচ্ছিল।

গোলের খেলা ফুটবল। তাই ফাইনালে এভাবে মূল কিংবা অতিরিক্ত সময়েও কাংখিত গোল না হওয়া দর্শক ও ফুটবল ভক্তদের জন্য বিরিক্তিকর। সব সময়ই চাই এই ধরণের ফাইনালে খেলাটা সেই রকম আকর্ষণীয় হৌক।

পরিশেষে যাই হৌক ১১তম ইউয়েফা চ্যাম্পিয়ান্স লীগ জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন। রিয়ালকে এ কারণেই ভাল লাগে যে বিশ্বের সেরা খেলোয়াড় তথা ফুটবলারদের পেতে তাদের ক্লাব ম্যানেজম্যানট মোটেও কার্পণ্য করে না। সব সময়েই সর্বোচ্চ চেষ্টা করে। আশা করি রিয়াল ভবিষ্যতেও তাদের সুন্দর ও আকর্ষণীয় ফুটবল খেলা দর্শকদ ও ভক্তদের উপহার দিবে।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File