গণজাগরণ মঞ্চ নিয়ে এক বছর আগে যা বলেছিলাম!

লিখেছেন লিখেছেন বাংলাদেশ_জিন্দাবাদ ১১ এপ্রিল, ২০১৪, ০৪:৪৩:১০ রাত



গণজাগরণ মঞ্চ: প্রয়োজন ফুরিয়েছে, সরকারের পিছটান



http://www.prothom-alo.com/bangladesh/article/190063/

ছাত্রদল শাহবাগে যাবে না এটা তার দলীয় স্বাধীনতা তাতে বাকশালী ও প্রআলোর গত্রদাহ কেন?

http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29763698

এই পোষ্ট দেওয়ার পর যেন আওয়ামী-বাকশালীদের চাকে ঢিল ছোড়ার অবস্থা হয়েছিল। সাথে সাথে আওয়ামী কুত্তা বিশেষ করে অন্ধ-বিবেকহীন হাসিনার চামচা গুলা গালাগালি ও অসভ্যের মত আচরণ শুরু করে। কেউ ভাল ভাবে তথ্য-প্রমাণ নিয়ে ধারাবাহিক ভাবে আসলে কোনই আপত্তিই ছিল না। কিন্তু "চোর না শুনে ধর্মের কাহিনী"। তারা তাদের চির ঐতিহ্য মোতাবেক নোংরামী করবেই। আমি জানতাম যে গণজাগরণ মঞ্চ হচ্ছে হাসিনা ও আলীগের নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাহানা বা ছুতা। তাই বলেছিলাম;





১৯৮৬, ১৯৯১-৯২, ১৯৯৫তেই বুঝে গেছি যে হাসিনা কি চিজ। সবই ঐ একটাই যে যেকোন মূল্যে ক্ষমতায় যেতে হবে। দৈনিক প্রথম আলোও ভারতের দালাল তাই সেও প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আলীগকে ক্ষমতায় পুনরায় আনার জন্য প্রক্সি দিছে। অথচ আজকে নির্মম পরিহাস সেই প্রথম আলোই বলছে যে আলীগ সরকারের আর গজা মঞ্চের প্রয়োজন নাই। হাসিনার যারা চামচা তারা অবশ্যই তাকে ডিফেন্ড করবে। এই কাজটাই তারা আমার সেই পোষ্টে করছে। এই সমস্ত মঞ্চ স্রেফ বাহানা এবং বিএনপি ও তার জোটকে রাজনৈতিক ও পেশী শক্তির মাধ্যমে ফ্যাসিষ্ট কায়দায় মোকাবেলা করাই তার উদ্দেশ্য ছিল। তারা তাদের জ্ঞান-বিবেক নয় এমনকি নিজেদের আত্নাটা পর্যন্ত হাসিনা ও আলীগের কাছে বন্ধক দিয়ে রাখছে। তাই আমার জ্ঞান-বুদ্ধিকে নিজেদের কটুবুদ্ধি, র্দূব্যাবহার ও মাস্তানীর মাধ্যমে হেয় প্রতিপন্ন করতে চাইছে। অবশ্যই আমার জ্ঞান-বুদ্ধি কমই কিন্তু আমি আনন্দের সাথে বলতে পারি যে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার বিবেকটা কারো কাছে বন্ধক নাই। এমনকি খালেদা ও বিএনপির কাছেও নয়। তারাও পশ্চিমা ইইউ ও যুক্তরাষ্ট্রের কাছেই ধর্ণা দেয়। যেন তারা না বললে আন্দোলন চালিয়ে যাবে না। তাই মনে হয় বাংলাদেশের ভবিষ্যত খুব অনিশ্চিত। হয় এই দেশকে ভারতের আধিপত্য মুক্ত হতে হবে নতুবা দীর্ঘ বা চিরকাল দিল্লীর গোলামী করতে হবে। তাই ঠিক করেছি বৃটেনেই সেটেল হয়ে যেতে। দেশের মানুষ(সবাই না), রাজনৈতিক দল গুলি যেভাবে স্বার্থপর, লোভী তাই আর জোরাল আত্নবিশ্বাস নাই। এই কারণেই ইদানিং ব্লগে খুব একটা লেখি না। হতে পারে ভবিষ্যতে রাজনৈতিক লেখা এড়িয়ে যাব। আর ভাল লাগে না। এখন থেকে বৃটেনে নিজের ক্যারিয়ার নিয়েই থাকব। কম-বেশী যা আয় হয় সেটা সততার সাথেই হয়। কাজে কর্মে বস, সহকর্মী অথবা কাষ্টমারদের সাথে লেনদেনে মিথ্যা বলতে হয় না এবং সরকারকেও কর দেই। এখন স্রেফ ভবিষ্যতে লিগাল রেসিডেন্ট হতে পারি সেটাই আল্লাহর কাছে বিশেষ দোয়া করি। ব্লগে যারা আমার শুভাকাংখী আছেন তাদের কাছে আমি দুঃখিত তাই ক্ষমা ও দোয়া চাই।

বিষয়: রাজনীতি

১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205973
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫২
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫৮
154826
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : অবশ্যই চাই নিষিদ্ধ হৌক....কিন্তু আন্দোলনেরতো নাম-গন্ধ নাই :(
205992
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৪০
হতভাগা লিখেছেন : প্রয়োজন ফুরিয়েছে তাই Delete করে দিয়েছে

আবার যখন প্রয়োজন হবে Re-install করবে .

Re-cycle bin এ আছে ।
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৬
154985
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : Happy
205996
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫৩
সন্ধাতারা লিখেছেন : ইমরান গংরা সারা জীবন এভাবেই ব্যবহৃত ও নিন্দিত হবে।
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
154986
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : শুনি ৫০ কোটি টাকা কামাইছে।

ধন্যবাদ।
206076
১১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৭
মোমের মানুষ লিখেছেন : গনমঞ্চ এখন টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৫১
154987
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : সব হাসিনা ও হিন্দুস্থানের অবদান Happy

ধন্যবাদ।
206116
১১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গাদ্দারদের পরিনিত এরকম টয়লেট পেপার এর মতই হয়।
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৫২
154988
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File