ব্লগ এ একটা অ্যাকাউন্ট

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ১০ অক্টোবর, ২০১৩, ১২:১০:৫৮ রাত

ব্লগ এ একটা অ্যাকাউন্ট খুলতে গেলে বলা হয় আপন কিছু মৌলিকত্ব দেখান । আমার প্রশ্ন আমার কাছেও আমার মৌলিকত্ব কি ? আমার মৌলিকত্ব কি পরিবর্তনশিল ? নাকি প্রভাবিত । নানা প্রশ্ন , সাথে সদা খুঁজতে থাকা । খুঁজতে তো হবেই এটা তো স্কুলে বোর্ড বই এর দেএয়া সৃজনশীল প্রশ্ন না যে যে কোন একটা গাইডে উত্তর খুঁজে নিলাম । আমার সৃজনশীলতা এখনও অর্জিত না কেবল সৃষ্টিকর্তার মহা সৃষ্টিশীল সত্তার একটা অংশ । সমাজের মানুষ দেখে অমানুষ আর মানুষ বিবাজন করতে গেলে হিমসিম খেতেই হবে । কারণ আমিও ঐ সমাজের মানুষ এর মাঝেই সামাজিকীকরণ এর মধ্য দিয়ে বেড়ে উটেছি ।তবে মানুষের দুটো রূপ যার একটা আর একটা সদা যুদ্দরত ।আবার একটা বিজয়ী ।যারা বিবেগ কে চাষাবাদ করে তারা বুজতে পারে। মানুষের মৌলিক দিক এখানে যে সে নিজের Instinct এর উপর বিজয়ী ।অথচ পশু Instinct মৃত অবদি ধারণ করে .।।

বিষয়: বিবিধ

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File