মানুষ আর সভ্যতা

লিখেছেন লিখেছেন পাথরের প্রতিবাদ ০৯ অক্টোবর, ২০১৩, ০৯:২৩:৫৬ সকাল

মানুষ আর সভ্যতা একাকার হয়ে চলে । মানুষই সভ্যতা তৈরি করে ।সব সভ্যতা এক উনিক দিক আছে তা মানুষের সৃষ্টিশীল সত্তার বহিঃপ্রকাশ । আর এই শক্তি দিগন্ত প্রসার করে তখনি যখন তা বৈশ্বিক মানুষিকতা থেকে তৈরি হয় । আর মানুষ বৈশ্বিক হয় কখন ,যখন সে তার কর্ম কে মানুষের জীবন এর সাথে যুক্ত করে । যখন বিশ্বাস করে তাই তার কর্ম , আর লক্ষ্য তাকে বার বার আহ্বান করে মানুষে সাথে মিশতে, মানুষরে ভালবাসতে ।আর এই মানুষ তার সত্তা থেকে বিছন্ন কিছু নয় এই কারনে যে তা মিশেছে এক মহাসত্তা এর সাথে । সুনিশ্চয়তা মহাসত্তা থেকে । মানুষ মহাসত্তা থেকে বিছিন্ন হলে সে হবে আপন সত্তা থেকে বিছিন্ন ।আর এই বিছিন্নতা মানুষকে দুর্নীতি গ্রস্থ করে তোলে ।আশ্লিলতা আসতে বাধ্য ।আত্মগর্ব তার হয় অলংকার । মানুষের উপর অত্যচার , নির্যাতন প্রতি মুহূর্তের রুটিন । জীবন আর সত্তা সদা দান্দিক , তাতে বিজিত হয় হেয়ালিপনা , আর ভোগ বিলাস এর বাসনা । আর নিয়ত ছুটে চলা সমাজ , ও সমাজের স্রোতে ভেসে যাওয়া মানুষের তৈরি সুখের সন্দানে । যা মরীচিকা সম ।.....

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File