মনের মনিকোঠায় একটি ছবি

লিখেছেন লিখেছেন ঘাড় তেড়া ২৪ অক্টোবর, ২০১৩, ০২:১২:২২ দুপুর

আমি কখনো শিবির করিনি, কিন্তু আমার বন্ধুমহলে অনেকেই আছেন শিবির করেন বা এখন জামায়াত করেন। একবার আমার এক শিবির বন্ধু আমাকে একটি পোস্টার উপহার দিয়েছিল(নাকি আমি টাকা দিয়ে কিনেছিলাম মনে নেই) চট্টগ্রামে সাঈদী সাহেবের মাহফিল থেকে।

সেখানে লেখা ছিল

এখানে এখনো জাহেলী তমদ্দুন,

শিকড় গাড়ার প্রয়াশে যে তৎপর,

সজাগ সান্ত্রী প্রস্তুতি নাও,

প্রতিটি শিকড় উপড়াতে পরপর।

ভারতের মত দেশে আমার রুমের ওয়ালে এই পোস্টার শোভা পেত। অনেকেই বলেছেন পোস্টারের নিচের অংশে শিবির এর নাম কেটে ফেলতে, আমি কখনই রাজি হইনি (আগে থেকেই আমার ঘাড় তেড়া)।

আমাকে অনেক কথা শুনতে হয়েছে ওই পোস্টারের জন্য, একবার ত পুলিশের বড় অফিসার হাযির ১০/১২ জন পুলিশ নিয়ে। অনেক খুজে গ্রেনেড তৈরির সরঞ্জাম(যেমন খুজেছেন চট্টগ্রামে মাদ্রাশায়) না পেয়ে ধন্যবাদ দিয়ে চলে যান।

আজ(২৪ অক্টোবর ২০১৩)

ওই লিখা গুলো বার বার মনে হচ্ছে,

যেন কত সজীব কত প্রানবন্ত সেই কথা গুলো,

দলে দলে মানুষ তৈরি হচ্ছে,

মনে হয় উপড়ানোর সময় এসে গেছে,

শুধু একটি ডাকের অপেক্ষা।

ছবিটি থাকলে শেয়ার করুন।

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File