চট্টগ্রাম: শান্তির হাটে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক

লিখেছেন লিখেছেন সময়ের আলো ২৪ ডটকম ১৭ অক্টোবর, ২০১৩, ০৯:২৪:৩৬ সকাল

শান্তির হাটে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক

নিজস্ব প্রতিবেদক:

ঈদ উল আযহার দিন বিকাল তিনটার পর থেকে চট্টগ্রাম কক্সবাজার রোডে পটিয়া থানার শান্তির হাট এলাকায় বিশাল জানজট লেগে থাকে প্রতিবছর । বাদাম তল থেকে শান্তির হাট পর্যন্ত এই জ্যাম যেন ছুড়তেই চাইনা । গ্রামের বাড়ি থেকে কোরবানী সেরে শহর মুখো মানুষের দু:খ-কষ্টের শেষ থাকেনা এ সময় ।

সরে জমিনে তদন্তে দেখা গেছে, শান্তির হাটে কতিপয় চামড়া ব্যবসায়ী ও দালালচক্র রাস্তার পাশে চামড়ার সওদা করাতে এই জ্যামের সৃষ্টি হয় । তাছাড়া শান্তির হাটে চৌরাস্তার মোড়ে গাড়ীগুলো গ্যাড়াকল দিয়ে রাখায় জ্যাম ঘন্টার পর ঘন্ট দীর্ঘায়িত হয় । কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি শান্তির হাটে দু’জন ট্রাফিকের ব্যবস্থা থাকত তাহলে এই জ্যাম সৃষ্টি হত না । এলাকাবাসী ও যাত্রীদের দাবী শান্তির হাটে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক ।

+সময়ের আলো ২৪ ডটকম



বিষয়: বিবিধ

১৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File