স্বাধীন দেশের পরাধীনতা কেন ?
লিখেছেন লিখেছেন সত পথিক ০২ অক্টোবর, ২০১৩, ১২:৩৮:৫১ দুপুর
১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে নতুন একটি নাম যোগ হলো তার নাম বাংলাদেশ .. এ দেশ কে শত্রুমুক্ত করতে,দিতে হয়েছে অনেক তরতাজা পাণ,অনেকে হারিয়েছে পিয় সন্তানকে কেউবা বাবা ,মা কেও .. আমার একটি কথা বার বার মনকে পীড়া দেয়,তা হলো,যে জাতি পানের বিনিময়ে স্বাধিনতা অর্জন করলো * সে জাতি অনের কাছে মাথা নোয়াবে কেন? সুন্দরবন আজকে পৃথিবীর কাছে একটি মানগফ বা বৈচিত্রময় বন * এটা আমাদের একটা গৌরবের বিষয় ও বটে * ভাবতে অবাক লাগে,যে দেশ এত জীবনের বিনিময়ে স্বাধিন হলো তারা কেন নিজের দেশের সর্বনাশ করে,অনের সুবিধার জনে
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন