আমাগো ক্রিকেটার দের বউদের মন্তব্য শুনুন।

লিখেছেন লিখেছেন অরণ্যে রোদন ০৮ নভেম্বর, ২০১৩, ০৭:২৮:০৪ সন্ধ্যা

তামিমের বউ : তোমার এত তাড়া কিসের

শুনি.??

বলি আস্তে করতে,আস্তে খেলতে পারো না..

সাকিবের বউ : তুমি দুই জায়গায়ই খুব

ভালো খেল। I am happy with u..

মুশফিকের হবু বউ : শুরুটা তো ভালই কর,

মাঝপথে এসে হাল ছেড়ে দিলে হবে..??

শেষটা তাহলে কে করবে.??

মাহমুদুল্লাহর বউ : এত

আস্তে খেললে হবে কিভাবে.??

এক মিনিটে তো একবারও হিট

করতে পারো না...

মাশরাফির বউ : কেন

যে তুমারে বিয়া করতে গেলাম...

বছরে দুই মাস খেলে আর দশ মাস

খাটে পইড়া থাকে..'

রাজ্জাকের বউ :

তোমাকে দিয়ে কি হবে শুনি.??

বলটাও তো জায়গা মত ফেলতে পারো না...

সোহরাওয়ার্দী শুভর বউ : একদিন ঝলক

দেখাও তো একবছর ফ্লপ.!! এমন হলে কিন্তু

আমি আর

থাকবো না....Chatterbox

শফিউলের বউ : অফ স্ট্যাম্পের বাইরে আর

কত বল করবা.?? বলি মিডেল স্ট্যাম্প

কি চোখে পড়ে না..??

=

(আমার বউ: আর কতো ল্যাপটপের কি বোর্ড টিপবা অন্য

কিছু

কি টিপতে মন চায় না?)

যে যাই বলেন না কেন আমার বউ এর ডাইলগ ই সেরা

বিষয়: বিবিধ

২৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File