আওয়ামী লীগ(হাসিনা সরকার)কে জিরো টলারেন্স......

লিখেছেন লিখেছেন গুডলাক ১৯ নভেম্বর, ২০১৩, ০৫:৫৬:১২ সকাল



হাসিনা সরকার ক্ষমতায় এসেই আমাদের গর্বের ধন দেশ প্রেমিক চৌকষ বিশ্বমানের সেনা অফিসারদের হত্যা করে পরিকল্পিতভাবে।এর মাধ্যমে আমাদের পতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলে।কউ কেউ বলছে এই পরিকল্পনায় আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ান 'র' সম্পৃক্ত ছিলো।

আমাদের বিডিয়ারের ও সুনাম ছিলো।এরা ছিলো বেশ সাহসী।এদেরকে ও নষ্ট করে দেয় এই আওয়ামী ইন্ডিয়ার পা চাটা গোলাম গভম্টে।ইন্ডিয়ার পরামর্শে বিডিয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় বিজিবি।এদের মূল কাজ হচ্ছে সিমান্ত পাহারা দেওয়া, বাংলাদেশীদের জান মালের নিরাপত্তা দেওয়া।

কিন্তু আজ আমরা কি দেখছি, প্রতিদিন বাংলাদেশীদের হত্যা করছে ,নির্যাতন করছে,ধরে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান বি এস এফ। আজ আমাদের সিমান্ত অরক্ষিত, আমাদের যুব সমাজকে ধ্বংশ করার জন্য সিমান্ত দিয়ে আসছে ইন্ডিয়া থেকে অনবরত অগ্নেয়াস্র,হেরোইন, মদ, ফেসেসিডিল।কারন বিজিবি যথার্থ ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ।

আজ আওয়ামী ইন্ডিয়ার পা চাটা গোলাম গভ.এই সিমান্তরক্ষি(বিজিবি) বাহিনীকে সিমান্ত পাহারার পরিবর্তে দেশের ভিতরে দেশের মানুষের বুকে

গুলি চালানোর জন্য ব্যবহার করছে।দেশের ভিতরে আজ বিভিন্ন জেলা উপজেলা শহর বন্দরে বিজিবির ক্যম্প বসিয়েছে দেশের মানুষের বুকে গুলি করার জন্য।

এই অবস্থায় আজ ১৬ কোটি মানুষকে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় অতন্দ্র প্রহরির ভুমিকা পালন করতে হবে,আর আওয়ামী লীগ দেশের দুশমন দেশের হাজার বছরের লালিত মূল্যবোধের দুশমন এদের ব্যাপারে জিরো টলারেন্স নিয়ে প্রতিরোধ করতে হবে।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File