আমি বড় মস্ত ফাঁকিবাজ
লিখেছেন লিখেছেন এইচ ইউ রোকন ২৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪২:৫৫ বিকাল
আমি বড় মস্ত ফাঁকিবাজ
ফাঁকি দিয়েছি যত অন্যায় অনাচার অনিষ্ট সহচর
ফাঁকি দিয়েছি আমি কালের গড়া কালো দেহের সাদা আস্তরণ
শুধু চেয়েছি জেগে উঠে কি সত্য কখনো ঐ দিগন্তে ।।
আমি বড় মস্ত ফাঁকিবাজ
ফাঁকি দিয়েছি যত নৃশংস নিপীড়ন নির্লিপ্ত গলাবাজ
ফাঁকি দিয়েছি আমি স্বৈরচারের মায়াকান্না এবং স্বাধীনতা সৌধ
শুধু চেয়েছি ফেঁপে উঠে কি কখনো জনতার ঢেউ ।।
আমি বড় মস্ত ফাঁকিবাজ
ফাঁকি দিয়েছি যত আঁধার রোদন শোষণ আর অত্যাচার
ফাঁকি দিয়েছি আমি আলোকে ঢেকে রাখা কুয়াশা
শুধু চেয়েছি দেখতে মৃদু মৃদু আলো কেমনে জ্বলে ।।
বিষয়: সাহিত্য
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন