নিঃসঙ্গ

লিখেছেন লিখেছেন একলা পথিক ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৬:৫৯ রাত

পৃথিবীর সবচেয়ে অভাগা-বিরক্তিকর মানুষগুলো হল ওরা যারা নিঃসঙ্গ। এই মানুষগুলো যখন তার পাশে ক্ষণিকের জন্যেও তার জন্যে কারো কাছে মায়া-ভালবাসা দেখতে পায়; সে তার পরগাছা হয়ে যায়। পরগাছা সে ইচ্ছা করে হয় না তার নিঃসঙ্গতা তাকে হতে বাধ্য করে...

কিন্তু নির্মম সত্যি হল দিনের শেষে এই নিঃসঙ্গ মানুষটা কোন এক অতল গহ্বরে হারিয়ে যায়, সে সময় সে শত হাতড়েও কোন অবলম্বন পায় না

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File