গ্রেফতারের কোটা পূরনে শিশু ব্যবহার

লিখেছেন লিখেছেন মিসেল ০২ অক্টোবর, ২০১৩, ০৩:০৯:২৮ রাত



মাঝে ছেলেটির নাম ইসমাইল চৌধুরী ফাহাদ।

আজ কুমিল্লা জজ্ কোটে এসেছে মামলার হাজিরা দিতে সাথে মাকে নিয়ে। তার অপরাধ ১৮ ও ১৯ জামায়েতের হরতাল চলাকালীন সময় তাকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাকা রাস্তায় সাইকেল চালানো। ১০ দিন কারাভোগ করে কিছু দিন আগে গাজীপুর শিশু কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে। তার সাথে বসা শাহিন সেও একই অপরাধের আসামী। দুজনই মারাত্মক দুষ্ঠু। তারা দুজন এইবার অষ্ঠম শ্রেণীর সমাপনির পরিক্ষায় অংশগ্রহন করবে, সবাই তাদের জন্য দোয়া করবেন।

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File