খুনের দরিয়ায় আজো বেচে আছি-এইতো বিস্ময়!
লিখেছেন লিখেছেন বিকাশ ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৪:১৭ দুপুর
খুনের দরিয়ায় আজো বেচে আছি-এইতো বিস্ময়!
প্রিথিবীর দিকে দিকে মানবতা খাচ্ছে মার,
পিচ-ঢালা রাজপথ হয়ে দরিয়া, খুনে আমার।
চারদিকে ফিসফিস, চুপি চুপি কয়
বেচে আছি আজো; এইতো বিস্ময়!
চৈত্রের খর রৌদ্র তাপে
ত্রিশহ্নার্ত শকুন ভয়ে
মনুষিতব কাপে।
আজি বারেবার
মনুষ্যতব কাদিয়া কয়-
মানবের খুন দরিয়ায় ভেসে আছি আজো-এইত বিস্ময়!
বিষয়: সাহিত্য
১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন