সায়েন্স ফিকশনঃ ২০২১ সালের একদিন!!

লিখেছেন লিখেছেন Abdullah Almahmud ২৪ অক্টোবর, ২০১৩, ০৪:০২:০৯ বিকাল

অবতরণিকাঃ "আমার ভাষায় সরকারকে ভুতে ধরেছে । ভুতের পা নাকি থাকে পেছনের দিকে । সামনে যত এগুতে চায় ততো পেছনে চলে যায় । !!!!"

- আল্লামা সাঈদী

----------------

মুল গল্পঃ আজ ঘুম থেকে উঠতে একটু দেরিই হলো আসিফের, অথচ আজ তার সবার আগে উঠা উচিত ছিল।

কারন বাংলাদেশকে ডিজিটাল ঘোষনা করার মাত্র কদিনের মধ্যে আসিফের যুগান্তকারি আবিষ্কার "টাইম মেশিন" সারা দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে আর সেটা আজ প্রথম পরীক্ষা মুলক ভাবে আজ দেশবাসির সামনে উপস্থাপন করা হবে।

ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মুখহাত ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাষ্ট সেরে নিলো, তারপর আসিফ তার ল্যাপটপ নিয়ে বসলো, উদ্দেশ্য আজকের দৈনিক পত্রিকা গুলোর হেডলাইন দেখা,

আজ সব পত্রিকার প্রধান খবর মটামুটি আসিফ নিজেই, অর্থাত তার আবিস্কৃত টাইম মেশিন আজ সংসদ প্রাঙ্গনে দেশবাসিকে দেখানো হবে।

সংবাদপত্রের প্রথম পাতায় আজকের প্রধান খবরঃ

'প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আবুল সরকারের ছেলে আসিফ সরকারের যুগান্তকারী আবিষ্কার "Time machine" জাতীয় সংসদভবন চত্বরে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে পরীক্ষামুলক ভাবে প্রথম চালনা করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ এর প্রধানমন্ত্রী,প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ সকল সংসদ সদস্যবৃন্দ।'

আজ তার স্বপ্ন,অনেক দিনের গবেষনার ফল প্রকাশ হবে। ভাবতেই মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে। কতো পরিশ্রমই না করেছে সে এই বিষয়টা নিয়ে। রাতদিন কোনো কিছু মানেনি,গবেষনায় মেতে থেকেছে।

এসব সাতপাঁচ ভাবতে ভাবতে একটু আনমনে হয়ে পড়েছিলো আসিফ। হঠাৎ নিচ থেকে ডাক আসায় ভাবনার জগত থেকে ফিরে এলো। কে যেন তার সাথে দেখা করতে এসেছে তাই ডাকাডাকি।

নিচে গিয়ে দেখে বেশ কয়েকজন সাংবাদিক তার সাথে কথা বলতে এসেছে। এমন যুগান্তকারী আবিস্কার করার পর তার অনুভূতি কি সে সম্পর্কে একটা সাক্ষাৎকার নিবে। তাদের সাথে কথা বলতে বলতে

লাঞ্চের সময় হয়ে গেলো। মেহমানদের কে বিদায় করে এসে লাঞ্চ সেরে নিলো আসিফ। তারপর একটু বিশ্রাম নিয়ে গবেষনার চূড়ান্ত রিপোর্ট ও আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো গোছগাছ করতেই বিকেল হয়ে গেলো।

মেশিনটা একবার ফাইনাল চেকাআপ করে সংসদভবনের দিকে রওনা হলো আসিফ।

টাইম মেশিনের উদ্বধনি অনুষ্ঠানে এখন বিভিন্ন নেতা-খেতারা বক্তৃতা দিচ্ছে,

এরপর প্রধান মন্ত্রি বক্তৃতা দিবেন অতঃপর মেশিন চালনার ম্াধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে..

...প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যে "তার সরকার ভবিষ্যতে এই প্রযেক্টকে অনেকদূর এগিয়ে নিতে চায়,

এমনকি সম্ভব হলে গোটা দেশকে এই টাইম মেশিনের মাধ্যমে ১০০০বছর এগিয়ে নিতে চায়...

এব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তারা টাইম মেশিন এর ব্যাপারে সকল প্রকার আর্থিক সহযোগিতা দিতে রাজি হয়েছে মাত্র একটি শর্তে।

আর তা হলো "ভবিষ্যতে সকল টাইম মেশিন এ লিখা থাকতে হবে Made in India"

টাইম মেশিনটি একটি স্বচ্ছ ছোটো খাটো তাবুজাতীয় ঘরের ভিতর বসানো হয়েছে। মেশিনটি অনেকটা মাইক্রোবাস আকৃতির,তাতে বসে আছে আসিফ,প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সেক্রেটারী।

কাউন্টডাউন হচ্ছে.....

১০,৯,৮,৭,৬,৫,৪,৩,২...১ গর্জে উঠলো মেশিনটি।কয়েক সেকেন্ড কেউ কিছুই দেখতে পেলোনা।গোটা তাবু ধুঁয়াতে ভরে গেলো।

ওদিকে মেশিনের ভিতরে বসে কয়েকমুহুর্ত অদ্ভুত কিছু শব্দ শুনলো আসিফরা। তারপর মেশিনটি স্থির হলো কোথাও।

স্তব্ধতা ভেঙ্গে প্রধানমন্ত্রী তার সেক্রেটারীকে বললেন সাহস করে প্রথম "future" এর মাটিতে পা দিতে। সেক্রেটারী সাহেব বের হয়েই এক চিৎকার দিয়ে দৌড়.!

কৌতুহলবশঃত প্রধানমন্ত্রীও বাহিরে বের হয়ে দেখলেন বিরাট এক ডাইনোসর!!!! তিনি সাথে সাথে আবার টাইম মেশিন এ ঢুকে টাইম মেশিনের ডিসপ্লের দিকে তাকালেন...

ওহ নো!!

তিনি কি ঠিক দেখছেন???

চোখ কচলিয়ে নিলেন...

নাহ ঠিকই তো আছে...

তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন টাইম মেশিনের স্ক্রিনে লেখা আজকের তারিখ : "২৬-৩-৩২১"

--------

ফেসবুকে আমি

বিষয়: সাহিত্য

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File