বিদ্যুত্‍ সংকট

লিখেছেন লিখেছেন ব্লগার রহিম চাচা ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩৫:৪০ রাত

বর্তমান সরকার ৬০০০মেগাওয়াট

বিদ্যুত্ উত্পাদন করার পরও ৩২হাজার

কোটি টাকা ব্যায় করে কুইক রেন্টালের

সাহায্য নিচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্

সরবারহের জন্য।

বলাবাহুল্য বাংলাদেশের মত

একটা ছোট্ট দেশে ৬০০০মেগাওয়াট

বিদ্যুত্ উত্পাদন হওয়ার পরও বিদ্যুত্ এর

ঘাটতি থাকে,এটা কিভাবে সম্ভব!

এরপরও ৩২হাজার কোটি টাকা ব্যায়

করে কুইক রেন্টালের ব্যবস্থা করা হয়।

আপনি জানেন এই ৩২হাজার

টাকা দিয়ে পুরো বাংলাদেশে ২২মাস

নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবারহ

করা সম্ভব।

এত বিদ্যুত্ থাকা সত্বেও সারাদিন

মোবাইলে চার্জ

দিতে পারিনা এটা কেমন কথা?

বাংলাদেশ আওয়ামীলীগ সরকার

যে পরিমান বিদ্যুত্ উত্পাদন

করছে তাতে পুরো বাংলাদেশ ও তার

পাশ্ববর্তী দেশগুলোতেও বিদ্যুত্

পৌছানো সম্ভব।কিন্তু সমস্যা হইল

পাশ্ববর্তী দেশে ঠিকই বিদ্যুত্

চলে গেছে আপন ঘর থেকে কিন্তু

দিতে দিতে এমন

দেওয়া দিছি যে নিজের ঘরেই বিদ্যুত্

নাই।

হায়রে BAL,চাপা মারতে মারতে উঠে গ

ছাল,শালারা পিঠে ঘামাচি উঠে গেছে

তাপে আর ওদিকে বসে চিল্লা চিল্লি কর

কোটি কোটি মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন

করছি!

কোথায় তোর ৬০০০মেগাওয়াট বিদ্যুত্!

কোথায় তোর ৩২হাজার কোটি টাকা!

কোথায় তোর কুইক রেন্টাল!

এসব প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের সামনে।

বিষয়: রাজনীতি

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File