সারাবিশ্বে প্রতি বছর ৭৫০ মিলিয়ন টন খাদ্যের অপচয় হয়:
লিখেছেন লিখেছেন চাচা ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:০৫:১৪ সকাল
সারা বিশ্বে প্রতি বছর ৭৫০ বিলিয়ন টন খাদ্যের অপচয় হয়! বিশ্ব খাদ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর মোট উৎপাদিত খাদ্যের অন্তত এক তৃতীয়াংশ অপচয় হয়। এছাড়া প্রতিদিন ৮৭০ মিলিয়ন মানুষ ক্ষুধা নিয়ে বেঁচে থাকে।প্রতি বছর সবচেয়ে বেশি খাদ্যের অপচয় হয় চীনে৷ এশিয়ার আরো দুটি দেশ জাপান আর দক্ষিণ কোরিয়ার নামও আছে তালিকায়৷ মূলত উৎপাদনের সময়ই এসব দেশে প্রচুর খাদ্যের অপচয় হয়৷এছাড়া উন্নত দেশগুলোতে প্রয়োজনের অতিরিক্ত কেনার কারণে এমনটি হয়।৩৭ বছরেরও কম সময়ে বিশ্বের জনসংখ্যা ২ বিলিয়ন বাড়বে৷ তখন ভবিষ্যতে বিশ্বজুড়ে বিপর্যয় নেমে আসতে পারে। *সূত্র :প্রিয় . কম।
হাশরের দিন বলিবেন খোদা,
হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন ,
তুমি করোনাই দান।
মানুষ বলিবে, তুমি জগতের প্রভূ ,
আমরা তোমারে কেমনে খাওয়াবো?
সে কাজ কি হয় কভূ?
বলিবেন খোদা ,
ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে,
মোর কাছে তুমি ফিরে পেতে তাহা
যদি খাওয়াইতে তারে।
বন্ধুরা, আসুন আমরা খাবার নষ্ট না করে গরীব প্রতিবেশীদেরকে দিয়ে দেই। আর ক্ষুধার্ত মানুষ খাদ্যের জন্য হাত পাতলে তাকে খাদ্য অথবা অর্থ দিয়ে সাধ্যমত সাহায্য করার চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন