নাস্তিকতা সমাচার
লিখেছেন লিখেছেন ডানপিটে ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:২৩:২৬ রাত
প্রথমেই বলি এটা আমার প্রথম ব্লগ লিখা।
নাস্তিকতাবাদ হল এরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না।এদের সাথে তর্ক করতে গেলে প্রথমেই যুক্তি দেখাবে,তাদের যুক্তি খন্ডিত হলে তারা আপনার ধর্মকে এবং সে ধর্মের মহাপুরুষকে গালাগালি করবে।
এদের অনেকের সাথে কথা বলছি।
এরা নিজেদের যুক্তিবাদী বলে আখ্যায়িত করে থাকে।কিন্তু তাদের যুক্তিগুলো ঠিক এরকম,
"নাস্তিক-আচ্ছা ঈশ্বর কি যা খুশী তাই করতে পারেন?
আস্তিক-হ্যাঁ পারেন
নাস্তিক-আপনার ঈশ্বর কি একটা উটকে সুঁচের ছিদ্র দিয়ে এমনভাবে ঢুকাতে পারবে যেন উট ছোট না হয় কিংবা সুঁচের ছিদ্রও বড় না হয়?"
দেখুন কত বড় অযৌক্তিক কথাবর্তা এদের দ্বারা সম্ভব?
এদের প্রশ্নটা ঠিক এরকম,"আপনার বাবা কি এখনও জেলে?"
আপনি যদি বলেন হ্যাঁ তার মানে আপনার বাবা জেলে থাকেন,যদি বলেন না তাহলে ধরে নেয়া যেতে পারে আপনার বাবা পূর্বে জেলে ছিলেন।
কিন্তু প্রকৃত পক্ষে আপনার বাবা জেলে যানই নি।তাই আপনাকে বিস্তারিত ভাবে এ প্রশ্নের জবাব দিতে হবে।কিন্তু নাস্তিকরা আপনাকে বিস্তারিত বলার সুযোগ দিবে না।শুধুমাত্র হ্যাঁ এবং নার মাঝেই উত্তর খুঁজবে।
এখন আপনারাই বলুন,নাস্তিকরা কতটুকু যুক্তিবাদী?
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন