মওসুল, দামেস্ক, আলেপ্পো - এক সময়ের এক বৃন্তে তিন ফুল
লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৩:২৯ সকাল
মওসুল, দামেস্ক, আলেপ্পো- এর সাথে যুক্ত হয়েছিল কায়রো; সুলতান সালাহদিন এই চার মুল শহরের নিয়ন্ত্রন নেয়ার পরেই কেবল জেরুসালেম দখলকারী ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে – অল আউট এটাক’ শুরু করেছিলেন ১১৮৭ সালে; এবং মুসলিমদের বিজয় নিশান আবার জেরুসালেমের বুকে উড়েছিল, সেদিন!
দামেস্ক আগেই শিয়াদের হাতে । এখন আলেপ্পোতেও সুন্নী মুসলিম কর্তৃত্ব শেষ হয়ে গেল; মওসুলও শিয়াদের অধীনে এসে গেল বলে – জোরদার প্রস্তুতি চলছে! আমেরিকা এবং তার বন্ধু ক্রুসেডার বাহিনীর সাথে সউদি গং যোগ দিয়েছে।
বেশীর ভাগ সুন্নি রাষ্ট্রগুলো খোঁজই রাখে না – কি দিয়ে কি হচ্ছে ! একবার ইরান ইরাক সিরিয়া শিয়া প্রাধান্যে এসে গেলে- ধারাবাহিক ভাবে শিয়া সুন্নি একে অপরের বিরুদ্ধে লেগে থাকবে বা লাগিয়ে দেয়া হবে । কার যুদ্ধ কে করে!
কার গোয়ালে কে দেয় ধুঁয়ো!
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন