উমর খৈয়াম
লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১৯:১২ রাত
এইখানে এই 'তরুছায়া' তলে
আর কটা দিন কাটিয়ে যাব প্রিয়ে,
সঙ্গে রবে 'জলের পাত্র, অল্প কিছু রসদ মাত্র
আর একখানি কাব্য হাতে নিয়ে!!
( শব্দ সংযোজন /বিয়োজন একান্তই আমার)
উমর খৈয়াম - বিজ্ঞানী, গণিতবিদ, কবি ! তাঁর 'রুবাই পড়তে গিয়ে ধার করলাম পংক্তিগুলো, তরুছায়ার সৌজন্যে ! আসুন এই মহাকবির লেখা আরও দুই এক ছত্র পড়া যাক সোমবারের মুক্ত আকাশে!
নাস্তিক আর কাফের বলো তোমরা লয়ে আমার নাম
কুৎসা গ্লানির পঙ্কিল স্রোত বহাও হেথা অবিশ্রাম ।
অস্বীকার তার করব না যা ভুল করে যাই, কিন্তু ভাই,
কুৎসিৎ এই গালি দিয়েই তোমরা যাবে স্বর্গধাম ?
মসজিদ মন্দির গির্জায় ইহুদ-খানায় মাদ্রাসায়
রাত্রি-দিবস নরক-ভীতি স্বর্গ-সুখের লোভ দেখায় ।
ভেদ জানে আর খোঁজ রাখে ভাই খোদার যারা রহস্যের,
ভোলে না এই খোশ-গল্পের ঘুম-পাড়ানো কল্পনায় ।
অনেক সময়ে অনেক পরিস্থিতিতে উপদেশ দরকার হয়! কবির উপদেশঃ
আমার কাছে শোন উপদেশ—কাউকে কভু বলিসনে—
মিথ্যা ধরায় কাউকে প্রাণের বন্ধু মেনে চলিসনে !
দু:খ ব্যথায় টলিসনে তুই, খুঁজিসনে তার প্রতিষেধ,
চাসনে ব্যথার সমব্যথী, শির উঁচু রাখ ঢলিসনে !
আমরা জানি - জগতটা বড়ই রহস্যময়! তারপরেও কত কথা, কত নীচতা - কত শঠতা!
ভালো করেই জানি আমি, আছে এক রহস্য-লোক,
যায় না বলা সকলকে তা ভালোই হোক কি মন্দ হোক ।
আমার কথা ধোঁয়ায় ভরা, ভাঙতে তবু পারবো না—
থাকি সে কোন গোপন-লোকে দেখতে যাহা পায় না চোখ !!
(কবি নজরুলের অনুবাদ, রুবাইয়াৎ ই উমর খৈয়াম, কবির ভাষ্যে - ওমর খৈয়াম)
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওমর খৈয়াম এর জনপ্রিয় লাইন "দুরের বাদ্য লাভ কি শুনে" কিন্তু তিনি সারা জিবন দূর আকাশের তারাগুলি নিয়েই গবেষনা করেছেন।
মন্তব্য করতে লগইন করুন