প্রসঙ্গ সুন্নতী পোশাক: দ্য স্লেভ এর সমর্থনে

লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ১৩ আগস্ট, ২০১৫, ০৫:১২:০৬ সকাল



দ্য স্লেভ এর লেখা পড়ছিলাম!

আলোচনা ছিল সুন্নতী পোশাক নিয়ে! জাকির নায়েক নিয়ে নয়! লেখক সুন্দর করে উপস্থাপন করেছেন- যে, সুন্নতি পোশাক বলতে ‘সুনির্দিষ্ট কোন পোশাক নেই, কতিপয় ‘মূল নীতির মধ্যে থাকলেই - সেটাই সুন্নতি পোশাক! সুন্দর লেখা – লেখক ধন্যবাদ পাওয়ার যোগ্য!

আর ‘এন্টি- জাকির নায়েক গ্রুপ সুযোগ পেয়ে সাথে সাথে ‘এটাক !!

১। ভাইরে, ‘পাঞ্জাবী – এই পোশাকের নাম শুনলে আমি ’৭১ এর হানাদারদের গন্ধ পাই! সব পাঞ্জাবী খারাপ তা বলছি না, তবে তারা ব্রান্ডেড হয়ে গেছে! এরপরে, এই পাঞ্জাবী পোশাক সুন্নতি হোক বা বাঙ্গালীর জাতীয় পোশাক হোক- তা নিয়ে বিতর্কে যাওয়ার ইচ্ছা বা মানসিকতা আমার নাই! আর পাজামা তো ‘ঘুমের পোশাক!

২। রাসূল (সাঃ) লুঙ্গি, চাদর ব্যবহার করেছেন! বাংলাদেশের তথাকথিত- ‘এন্টি- জাকির নায়েক গ্রুপ - লুঙ্গি চাদর পরে অফিসে বা স্কুল কলেজে যান কি? রাসূল (সাঃ) তো ‘পাঞ্জাবী পরেন নাই! পাঞ্জাবের লোকের পোশাক পাঞ্জাবী; ধরা যাক, আরবী পোশাক তাহলে সুন্নতি পোশাক! আরবের অমুসলিমরা ও সেই একই পোশাক পড়ে, তারা কি সুন্নত মেনে তা পড়ছে?

৩। আমার বন্ধু আবদুল্লাহ ‘জন; ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম! জন্মের পর থেকে কোট টাই হচ্ছে তাদের অফিসিয়াল ড্রেস! বিয়ে শাদি, পালা পার্বণ এমনকি ঈদে ‘সুন্নত মেনে সবচেয়ে সুন্দর পোশাক বলতে – সে বোঝে কোট টাই ( স্যুট ) । তাকে যদি আপনি বলেন সে ‘ বিজাতীয় পোশাক পড়েছে! সে তা মানবে কি? ইসলাম তো বিশ্ব মানবতার জন্য, কেবল আরব- বা আফ্রিকান বা বেদুঈনদের জন্য নয়! যদি তা হত, তবে আমরা বাঙ্গালীরা মুসলিম হতাম না! বিশেষ কোন ‘পোশাকে ইসলামকে বেঁধে ফেলে আপনারা ‘কূপ মণ্ডূকের মত ইসলামের আন্তর্জাতিক ‘অ্যাপিল কে খর্ব করার ‘অপচেষ্টা করছেন। দৃষ্টিভঙ্গী উদার করতে শিখুন, দয়া করে ‘ পাজামা আর ‘পাঞ্জাবীর ইসলাম শিখাতে যাবেন না সব্বাইকে! ইসলাম তার চাইতে অনেক বড়!

৪। যারা জাকির নায়েক এর ‘নোংরা সমালোচনা করেন – আশা করছি ইসলামের দাওয়া, ইসলামের প্রচার ও প্রসারে সেসব ‘ভাইজান বা তাদের দলের ‘অবদান জাকির নায়েকের চাইতে বেশী! যদি হয়, কোন কথা নেই, যদি না হয়? হিসেব করুন, জাকির নায়েকের হাতে যত অমুসলিম- ইসলাম গ্রহণ করেছে- আমাদের অবস্থা কি তাকে ছাড়িয়ে যায়? ইসলামের জন্য আমার বা আমার দলের অবদান কতটুকু! আসুন একজন জাকির নায়েকের সাথে তা তুলনা করে দেখি! তারপর তাঁর সমালোচনা করতে যাই~! বৃক্ষ – ফলেন পরিচয়তে!

৫। কে টাখনু ছাড়িয়ে দুই ইঞ্চি লম্বা প্যান্ট পড়ল-আর কে গলায় বাহারী টাই পড়ল, এই প্রশ্নের জবাব সেই লোককেই দিতে দিন! সেই সাথে আমাদের যার যার জবাবও আসুন তৈরী করে রাখি- মৃত্যু তো বলে কয়ে আসবে না! যদিও মুনকির নকির তো প্রশ্ন করবে না – পাজামা পাঞ্জাবী পড়েছি নাকি স্যুইট টাই পড়েছি! কেয়ামতের দিন তো আবার কোন পোশাকই নেই- একবারে নাঙ্গাবাবা!

কাজেই আসুন – এই ‘পোশাকি বিতর্ক বন্ধ করে – ইসলামের প্রকৃত আখলাক আচরণ – ঈমান আর ‘আমল এর উপরে গুরুত্ব দেই! লেবেল নয়, ভেতরের মাল মশলা – The content of the character- That matters !

পোশাকএর গুরুত্ব অস্বীকার করছি না; ‘দ্য স্লেভ’ – যে হাদিস গুলো তুলে ধরেছেন – নানা জাতির নানা দেশের নানা রকম পোশাক তার আওতায় পড়বে! যে কোন এক জাতির বিশেষ করে ‘পাঞ্জাবী লেবেল মেরে – এই নোংরা ‘আঞ্চলিকতা চাপিয়ে দিয়ে – ইসলামের আন্তর্জাতিক বৈশিষ্ট খর্ব করার চেষ্টা আমরা যেন না করি! ইসলাম কোন আঞ্চলিক বা প্রাদেশিক ধর্ম নয় – ইসলাম বিশ্ব মানবতার জন্য!

বিষয়: বিবিধ

২৯৭৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335557
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৬:৩৪
রক্তলাল লিখেছেন : যারা এসব ঠুনকো ব্যাপার নিয়ে বিভেদ ঘটিয়ে মূল শিক্ষাকে গৌন করে ফেলে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয়।
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:২০
277591
তিমির মুস্তাফা লিখেছেন : ধন্যবাদ।
335561
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:০০
নাবিক লিখেছেন : দারুণ বলেছেন, ধন্যবাদ।
335562
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:০১
জ্ঞানের কথা লিখেছেন : আপনি কি আহলে হাদীস! আমার পীরসাব কে দেখুন। তিনি পড়েন কোর্ট। আমাদের জন্য ও পড়া জায়েজ হয়ে গেছে। আমার পীর সাব ভুল করেন না।

১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৬
277451
হতভাগা লিখেছেন : পীর সাহেব ঠোঁটে লিপস্টিকও লাগান মনে হয়
১৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২১
277466
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহবে লিপিস্টিক লাগাবেন কেন! তিনি পান খেয়ে ঠোট লাল করেন। তবে তা দেখতে লিপিস্টিকের মতো মনে হতে পারে।

-পীরসাহেব মন খারাপ করলে সমস্যা আছে। আমরা পীরসাহেব হক্কানী পীর। কোন সমস্যা নেই। সব জায়েজ।
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৬
277497
আবু জান্নাত লিখেছেন : কোন মুসলিমকে ব্যক্তিগতভাবে আঘাত না করাই কাম্য, তার কর্মের ফল তার, আমার কর্মের ফল আমার। ধন্যবাদ
(একদল জাকির নায়েকের বিরুদ্ধে লেগেছে, অন্যদল নিজেকে হক জাহির করতে চর্মোনাই হুজুরের বিরুদ্ধে লেগেছে। আমার মানসিকতা হল কারো বিরোধিতা না করে আগে নিজেরা সঠিক পথে আসি।)
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৯
277527
জ্ঞানের কথা লিখেছেন : যার কোন পীর নাই তার পীর শয়তান!
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:২২
277592
তিমির মুস্তাফা লিখেছেন : জ্ঞানের কথা বলে তো মনে হচ্ছে না, এ যেন শালিস মানি তাল গাছ আমার' টাইপের কথা!
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
277597
জ্ঞানের কথা লিখেছেন : ভেদের কথা সিনায় সিনায়, তাই আপনি বুঝবেননা।
335572
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৫ রাত ০৪:০৮
277808
তিমির মুস্তাফা লিখেছেন : ধন্যবাদ !
335575
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব সুন্দর লেখা আল্লাহ আপনাকে আরো সুন্দর করে বািতিলের কথাগুলির জবাব দেওয়ার তওফিক দিক
যারা ইসলামটাকে নিজেদের মতো করে সাজাতে চায় তারা নিশ্চয় বাতিল
335599
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৬
আবু জান্নাত লিখেছেন : সুন্নতী পোষাকের আলোচনা ভালো কথা, কিন্তু পাঞ্জাবীর বিরোদ্ধে কূৎসা রাটালেন কেন?
‘পাঞ্জাবী লেবেল মেরে – এই নোংরা ‘আঞ্চলিকতা
কথাটি কি আপনি ভালো বলেছেন? আমি জানি কোট টাই সুন্নতী পোষাকের বিপরীত না হতে পারে, কিন্তু পাঞ্জাবী কি সুন্নতী পোষাকের বিরোধী? এই মর্মে কোন প্রমাণ আছে কি?
মুনকির নাকির যেমন দাড়ি টুপি পাঞ্জাবী বা কোট টাই এর কথা জিজ্ঞেস করবে না, তেমনি জাকির নায়েক হক কি না হক, তাও জিজ্ঞেস করবে না।
সূতরাং সুন্নাতের আলোচনা হবে পুরো মুসলিম জাহানের স্বার্থে, কোন ব্যক্তি কেন্দ্রিক নয়। ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫০
277528
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর সাহেবের বীপরিতে কথা বলার আপনার কোন অধিকার নেই।
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
277589
তিমির মুস্তাফা লিখেছেন : আবু জান্নাত, আপনাকে ‘সমঝদার ভেবেছি! ভাল করে পড়ুন লেখাটা আরেকবার! অনেকের ভ্রান্ত ধারনা – কেবলমাত্র ‘পাজামা পাঞ্জাবী ( নামটা এসেছে ‘পাঞ্জাবের লোকদের ট্র্যাডিশনাল পোশাক থেকে, বাঙ্গালী পোশাক থেকে নয় ) ই – সুন্নতী পোশাক! ইসলামের উপর ‘পাঞ্জাবীর এই লেবেল মুসলিমদের কাম্য হতে পারে না! সেসব মানুষের ভুল ভাঙ্গানোর জন্যই এই লেখা! আর বাংলাদেশে ঐ পোশাক বলতে – লম্বা ঢিলাঢালা কুর্তা বুঝায় – আমার নিজেরও একাধিক পোশাক রয়েছে- এবং তা আমিও পরিধান করি! মসজিদে বা ঘরে! তবে ‘কেবলমাত্র’ ঐ পোশাক – সুন্নতী পোশাক – এটা চিন্তা করা ঠিক নয়! পৃথিবীতে ২০০র কাছাকাছি দেশ, এর মধ্যে এক এক দেশেই একাধিক জাতি গোষ্টী রয়েছে- তাদের ভাষা আলাদা পোশাক আলাদা সংস্কৃতি আলাদা! ভারতের কথাই ধরুন – পাঞ্জাবী, গুজরাটি – তামিল – মালয়ালাম – বাঙ্গালী – সবাই আলাদা! যদি পাঞ্জাবী পাজামাই কেবল /সুন্নতী পোশাক হয়, তাহলে ইসলাম ও মুসলিমদের দুশমন ‘নরেন্দ্র মোদীও সুন্নতী পোশাক পড়ছে! নয় কি!
লেখাটির মূল কারণ- “আক্কিদা ঠিক রেখে- এবং রাসুল ( সাঃ) এর হাদিস মেনে অর্থাৎ এর আওতায় থাকলে এবং হাদিসের পরিপন্থী না হলে - তা সুন্নতী পোশাক হিসেবেই বিবেচিত হবে!
ইসলামের শ্রেষ্টত্ব এটাই- যে, ‘আরব অনারবদের উপর শ্রেষ্ট নয়, শ্বেতাঙ্গ মানুষ কৃষ্ণাঙ্গ মানুষের উপর শ্রেষ্ট নয়” এটা কার কথা – আপনার নিশ্চয়ই জানা আছে!
335603
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৩
আহমদ মুসা লিখেছেন : জনপ্রিয় লেখক ও ব্লগার দ্যা স্লেভ ভাইয়ের লেখাটা পড়েছিলাম। পাশাপাশি তার লেখার সমালোচনাকারী জৈনিক ব্যক্তির কমেন্ট এবং ব্লগটাও পড়ার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার অন্তরে লালিত ঈমান তথা বিশ্বাস এবং তারই আলোকে আমার দৈনন্দিন বা ২৪ ঘন্টার প্রতিটি মুহুর্তের প্রতিটি কর্মযজ্ঞের হিসেব ঝররা ঝররা আমাকেই জবাবদিহি করতে হবে। কাজেই ইসলামী নিয়ম অনুযায়ী নারী পুরুষ উভয়ের জন্য নিজস্ব ধরণ-বৈশিষ্ট্য বজায় রেখে সর্বজনীন ড্রেসকোডের নির্দেশিত নিয়মের পরীপন্থী কিছু অনুসরণ যেন না করি সেদিকে লক্ষ্য রাখা। দুতি,পাঞ্জাবী, লুঙ্গি, প্যান্ট অথবা আরবীয় কালচার জোব্বা তথা তোফ প্রভুতি পরিধানযোগ্য পোষাক আশাকগুলোর স্টাইল যেন এমন না হয় যাতে ইসলামী শরীয়াহর হুদুদ লঙ্গিত হয়।
335713
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:৪৯
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। উত্তম এবং সঠিক বলেছেন। যে পোষাকগুলোকে আমরা সুন্নতি পোষাক বলি সেটা মূলত অন্য আরেক জাতির পোষাক। এমনকি রসূল(সাঃ) আরবের প্রচলিত পোষাক পরতেন। আবু লাহাব আর উনার মধ্যে পোষাকে কোনো পার্থক্য ছিলনা। তবে তিনি(সাঃ) বলেছেন বিজাতীয়দের অনুকরন না করতে। সেটা আচরন বা পোষাক হতে পারে। তাই যে পোষাক কোনো ধর্মীয় সিম্বল বহন করে তা পরা যাবেনা। শার্ট প্যান্ট,কোর্ট সকলেই পরে। এটা ধর্মীয় পোষাক নয়। তবে ধুতি পরা যাবেনা। বা পোপ যেই পোষাক পরে সেটাও নয়। ...আমি কিছু নীতিমালার কথা বলেছি,সেটা ঠিক রেখে পোষাক পরতে হবে। রসূল(সাঃ) পোষাকের ব্যাপারে নীতিমালা বলেছেন ,নিজের পোষাক অন্যকে পরতে বলেননি।

আর সমালোচনার যে রিতি দেখলাম সেটা মুসলিমদেরকে ধ্বংস করবে। সমালোচনা করতে হবে তথ্য দিয়ে,যুক্তিপূর্ণ উপায়ে। কিন্তু মানুষ আঘাত করে। মুস্তাহাব নিয়ে কথা বলতে গিয়ে আমরা অহরহ হারামে লিপ্ত হই।
335895
১৫ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৪
তিমির মুস্তাফা লিখেছেন : ধন্যবাদ !
আমার শেষ কথা ছিলঃ আসুন – এই ‘পোশাকি বিতর্ক বন্ধ করে – ইসলামের প্রকৃত আখলাক আচরণ – ঈমান আর ‘আমল এর উপরে গুরুত্ব দেই! লেবেল নয়, ভেতরের মাল মশলা – The content of the character- That matters!
কাকে বিজাতীয় বলবেন? এক সময় ইংরেজ বিজাতি- ছিল, ফরাসী বিজাতি ছিল, প্রচুর ইংরেজ, ফরাসী মুসলিম হয়েছে এবং হচ্ছে! মূর্তিপূজা ছেড়ে মুসলিম হয়েছে অনেক এবং এখনও হচ্ছে, সে সংখ্যাও তো কম নয়! তুরস্ক সহ আলবেনিয়া, বসনিয়া – অস্ট্রিয়া জার্মানী -অ্যামেরিকা কানাডায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে প্রচুর মুসলিম বাস করে; ইমিগ্রান্ট শুধু নয়, তাদের সন্তানগণ ‘জন্মগত ভাবে একাধারে সে দেশের অধিবাসী এবং মুসলিম! ইংরেজ বা ফ্রেঞ্চ বা জার্মান বা কানাডিয়ান আমেরিকান বা অস্ট্রেলিয়ান জাতীয় পোশাক তো তাদেরও পোশাক! এদের পোশাক ‘বিজাতীয় হবে কিভাবে! ভৌগলিক জাতীয়তাবাদকে আর ইসলামী জাতীয়তাবাদ এর সংঘর্ষ কোন ক্রমেই কাম্য হতে পারে না! এর আগেও উল্লেখ করেছি-ভারত থেকে মুসলিমদেরকে অমুসলিম বানানোর পরিকল্পনাকারী – মুসলিম হন্তা - ইসলামের দুশমন “নরেন্দ্র মোদী” পাজামা পাঞ্জাবী পড়ে, – কাজেই সে হিসেবে, তার পোশাক তো সুন্নতী পোশাক হতে পারে না! কি জবাব দেবেন এই যুক্তির! যেমন পোপের পোশাক আপনি উল্লেখ করেছেন- মুসলিমদের জন্য পড়া উচিত হবে না! আমাদের ‘মুফতি সাহেবরা হয়তো এর ব্যাপারে সঠিক ‘ফতোয়া’ দিতে পারবেন!
কাজেই ‘পোশাক দিয়ে ইসলামকে ‘আবদ্ধ না করে, পাজামা পাঞ্জাবীর বিতর্ক বন্ধ করে, ইসলামের “আখলাক ও আমল” এর গুরুত্ব দেয়া দরকার সবাইকে – এই হোক আমাদের কামনা!
১০
338102
২৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৫
জাহাঙ্গীর ফারুক লিখেছেন : চমতকার যুক্তিসঙ্গত উপস্থাপনের জন্য ধন্যবাদ।
১১
339663
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১০
তিমির মুস্তাফা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File