জ্ঞানীদের কথা – ৩

লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৫:০২:৩১ সকাল



[img]

হযরত আলী একজন জ্ঞানী ব্যাক্তি ছিলেন।

এক নাস্তিক একদিন হযরত আলীকে প্রশ্ন করলঃ এই যে আপনি ধর্মের বিধান মেনে চলেছেন- দিনে পাঁচবার নামাজ, রোজা- হজ্জ, যাকাত, হারাম, হালাল এত সব আইন কানুনের নিয়ন্ত্রনের মধ্য দিয়ে যাওয়া- এরপর, সব শেষে মৃত্যুবরণ করলেন। এবার সেখানে গিয়ে দেখলেন, বেহেশত দোযখ কিছুই নেই-পরকাল বলে কিছু নেই, সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই। তাহলে কেমন হবে?

হযরত আলী উত্তর দিলেন, সেক্ষেত্রে তোমার যা হবে , আমারও তাই হবে।

কিন্তু, যদি মরার পরে দেখা যায়- আল্লাহ্‌ আছেন, বেহেশত- দোযখ সবই আছে, তাহলে আমিতো বেঁচে যাব, তখন তোমার কি দশা হবে?

পৃথিবীর সমস্ত নাস্তিকের জন্য পরামর্শ রয়েছে এ কাহিনীতে। অবশ্য যদি তাদের অনুধাবন করার মত জ্ঞান থাকে!

verily, many among mankind are heedless of Our Signs!" (Yunus - 10:90-92)

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291650
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৫১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : যে জিনস নেই, তা শুধুই নেই। মানুষের কি কাজ নেই যে অযথা সমায় নষ্ট করবে!

তা হলে- আলাদিনের চেড়াগ অথবা হেরিপটারের যাদুর ছড়িতে বিশ্বাস আনতে সমস্যা কেন? ঠিক যেমনটি বিশ্বাস স্থাপন করেছেন আল্লার হাতুড়ীতে..........।


১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৯
236526
তিমির মুস্তাফা লিখেছেন : বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বহুদূর!
291661
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২৭
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

"পৃথিবীর সমস্ত নাস্তিকের জন্য পরামর্শ রয়েছে এ কাহিনীতে। অবশ্য যদি তাদের অনুধাবন করার মত জ্ঞান থাকে!" - কথা সত্য।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫০
236527
তিমির মুস্তাফা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
291714
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
সুন্দর গল্পটির জন্য অনেক ধন্যবাদ।
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৩
235733
জোনাকি লিখেছেন : আলি রাঃ এর কথা কত সুন্দর!
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫১
236528
তিমির মুস্তাফা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫১
236529
তিমির মুস্তাফা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File