দাম্পত্য সুখের ১১ ধারা

লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ০৫ এপ্রিল, ২০১৪, ০৪:১০:২২ রাত



লেখারদুটো অংশ, প্রথম অংশটুকু মহিলাদের জন্য- লেডিস ফার্স্ট, পুরুষদের সুখের জন্য, একটু নীচে (!) নামতে হবে) !

মাদাম, দাম্পত্য জীবনে আপনি কতটুকু সুখী? ( পুরুষরা পড়বেন না)

১। যে কোন বিপদে তার কথাই আগে মনে হয়, ৯১১ এর আগে - তার কাছেই সর্বাগ্রে ফোন করেন?

২। সে সাথে থাকলে সাড়া দুনিয়ার আর কারো কথা মনে পড়ে না?

৩। সে ঘরে থাকলে, ঘুমিয়ে, কাজে বা অকাজের মধ্যেই- আশ্বস্ত, নিশ্চিন্ত বোধ করেন?

৪। তার সাথে সারা রাত (বিয়ের প্রথম বছরের কথা হচ্ছে না!) নাহলেও, এখনও ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে পারেন? তার সাথে সময় কাটানো কক্ষনো বোরিং মনে হয় না ।

৬। সে আপনাকে কখনও হতাশ করবে না বা মানুষের সামনে আপনাকে কখনও অপমানিত হতে দেবে না- এই বিশ্বাস আপনার ষোল আনা !

৭। তার হাসি মুখ আপনাকে শান্তি দেয় । তার শুকনো মুখ আপনাকে উদ্বিগ্ন করে?

৮। তার মুখের প্রশংসাবাক্য এখনও আপনাকে ‘লাল করে দেয় ! তার প্রশংসার তার প্রশংসার জন্য আপনি লালায়িত?

৯। তার আসার কথা যে সময়, সেই সময়ে রাস্তায় হরতালে পিকেটারের হাতে মানুষ বিপন্ন হচ্ছে শূনে আপনার আর ‘প্রিয় টিভি সিরিয়ালের কথা মনে থাকে না?

১০। নূতন শাড়ী পড়লে কেমন লাগছে তা জানতে এখনও তার সামনে যান।

১১। নিজের বোনের জন্য বর খুঁজতে হলে, আপনার স্বামীর মত বর হোক- এমন কামনা করেন।

----------------------------------------------

জনাব, দাম্পত্য জীবনে আপনি কতটুকু সুখী? (মহিলারা পড়বেন না)

১। বাজারে গিয়ে পুরনো বন্ধুর সাথে দেখা হলেও, কথায় কথায় দেরী হলে ঘরে ‘আগুন জ্বলবে- এই ভয়ে ছাতার আড়ালে কিম্বা আলু, বেগুনের বস্তার মধ্যে মুখ লুকাতে হয় না?

২। শরীর খারাপ লাগছে –(ঘরে ফিরলেই শান্তি বিধায়) দ্রুত ঘড়ে ফিরতে রিক্সা ওয়ালাকে তাড়া দেন!

৩। প্রমোশন পেয়েছেন- কিম্বা যে কোন খুশীর খবর আগে তাকেই জানাতে ফোনে হাত দেন!

৪। তার মুখে হাসি দেখে আপনার কাঠ খোট্টা হ্রদয় এখনও মুগ্ধ হয়, এ হাসির জন্য জীবন দিতে পারি, এমনটা মনে হয়!

৫। কোন বিয়ের দাওয়াতে তিনি পাশে থাকলেও, অন্য মহিলার দিকেও সাহসের সাথে তাকাতে পারেন?

৬। সব কথাই তারে বলা যায়, শীত গ্রীষ্ম কি বরষায় ?

৭। গ্রাম থেকে বেড়াতে আসা ছোট ভাই বা আত্মীয়কে রেস্টুরেন্টে আপ্যায়ন করে বিদায় দিতে হয় না?

৮। ঈদের বাজারের সময় মায়ের শাড়ী কেনার বাজেট শ্বাশুরীর বাজেটের থেকে একটু বেশী হলে রক্ত গঙ্গা বয়ে যাবার টেনশন হয় না?

৯। বৌ এর পছন্দের আচার কিনতে ২৫ মাইল এক্সট্রা ড্রাইভিংকে বা অতিরিক্ত রিক্সা ভাড়াকে এখনও ‘ বাহুল্য যন্ত্রণা বলে মনে হয় না?

১০। ঈদের দিন বা পালা পর্বে তিনি ‘সেজে গুঁজে সামনে এলে এখনও আপনার রক্তে ‘বান ডাকে?

১১। নিজের ভাইয়ের জন্য পাত্রী খুঁজতে হলে- এমন যত্নশীলা মেয়েদেরকেই খুঁজতে পরামর্শ দেবেন।

প্রতি প্রশ্নের হ্যাঁ সুচক উত্তরে ১ নম্বর, না সূচকে শুন্য। যদি ১১তে ১১ পান, আপনি ভাগ্যবতী অথবা ভাগ্যবান, যদি ৬ থেকে দেশের মধ্যে – আপনি সংখ্যা গরিষ্টদের দলে । বাঁকিরা যাদের স্কোর পাঁচ বা তার নীচে, তারা প্রার্থনা করতে থাকেন, প্রতিপক্ষকে মার্জনা করতে থাকেন ( কারণ ক্ষমা মহৎ এর লক্ষণ! ) আল্লাহ্‌ যেন তাদের অন্তরের দরজা উন্মুক্ত করে দেন! নিদেনপক্ষে আরও বেশী বেশি ব্লগ পড়তে বা লিখতে থাকেন – জীবন কারো থেমে থাকে না ।

(পুনশ্চঃ এই লেখা তো কোন বেদবাক্য নয়, যে এর সত্যতা নিয়ে সন্দেহ থাকবে না? শ্রীকান্তের সে ‘ সাপুড়ে শাহজীর বৌ নিত্য লাথি জুতা খেয়ে, স্বামীর নেশার পয়সা জুগিয়েও সুখে সংসার ধর্ম পালন করেছে, স্বামীকে ছেড়ে যায় নি। কাজেই কারো স্কোর শুন্য হলেও যে কেউ সুখী হতে পারবে না এমন গ্যারান্টি দেয়ার কেউ নেই! )

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202642
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি ভুল করে উপরের অংশটা পড়ে ফেলছি, কিন্তু নিচের অংশটা এখনও পড়িনি Broken Heart Broken Heart
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪২
152381
তিমির মুস্তাফা লিখেছেন : সময় নিয়ে পড়ুন।
202643
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখানে (দাম্পত্য জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা) পোস্টে কিছু ভালোমানের বই এর নাম দেয়া আছে যা (দাম্পত্য জীবনে সবধরনের সুখ, আনন্দকে তৃপ্তিসহকারে - কোনরকমের অস্বস্তি, আতঙ্ক ছাড়া - উপভোগ করার জন্য) প্রত্যেক মুসলিম ভাই/বোনদের স্টাডিকরা খুবই দরকার বলে মনে করি আমি।

আশা করি একবার হলেও পড়ে দেখবেন। Rose Rose Good Luck Good Luck Rose Rose
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
152382
তিমির মুস্তাফা লিখেছেন : চেষ্টা করব! ধন্যবাদ পরামর্শের জন্য।
202649
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
মাটিরলাঠি লিখেছেন : যোগফল কখনো হচ্ছে ৬, কখনো ৭, আবার একবার দেখি হলো ৯, তার পরের চেকে হলো ১০ - কি সিদ্ধান্ত নেই বলুনতো? Rose

202927
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৬
তিমির মুস্তাফা লিখেছেন : অনিদ্রা হলে এমন হয়! ভাল করে একটা ঘুম দিন। সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File