★শহীদ আফতাব উদ্দীন ★ এর খুনিদের গ্রেফতার ও দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে আয়োজিত "মানববন্ধন"
লিখেছেন লিখেছেন আবু সুফিয়ান জুনিয়র ২৬ আগস্ট, ২০১৫, ০৮:৪৭:০৯ রাত
★শহীদ আফতাব উদ্দীন ★ এর খুনিদের গ্রেফতার ও দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে আয়োজিত "মানববন্ধন" চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ দুপুর ২ টায় এস এম শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রিয় পরিচালক ও চট্টগ্রাম জেলা শাখার সম্মানিয় জেলা সেক্রেটারি জনাব আলহাজ্ব ক্জী ছাবের আহমদ।তিনি বলেন- সমাজ আজ কুলষিত, আর না হলে কিভাবে একজন মৃত মানুষকে দেখতে গিয়ে আরেকজন মৃত হয়ে ফিরে আসে? আর এ ভাবে আর মৃত্যু দেখতে চাইনা।আফতাবের হত্যাকারী খুনি ★ আকাশ★ এবং তার মদদ দাতা দের গ্রেফতার করে দৃষ্ঠান্ত মুলক শাস্তি এবং খুনির ফাসিঁ দাবী করেন।
" প্রধান বক্তা" হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামি যুব লীগের " চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এর সম্মানিত সদস্য জনাব আ ন ম টিপু সোলতান চৌধুরী।
তিনি বলেন - খুনী যত শক্তিশালী ই হোক না কেন সে আইনের উর্দ্ধে নয়,তিনি প্রশাসন কে বলেন
খুনি আকাশ গংদের গ্রেফতার এবংশাস্তির আওতায় আনার জোর দাবী জানান।
"প্রধান অতিথী "হিসাবে বক্তব্য রাখেন জনাব এ কে এম নুর হোসাইন সিনিয়র সহ- সভাপতি বাপুস চট্টগ্রাম জেলা শাখা এবং বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন জনাব বদিউল আলম সৌরভ, সহ সভাপতি, শাহী জামে মসজিদ মার্কেট ব্যাবসায়ী সমিতি।আরো বক্তব্য রাখেন রেজাউল করিম মজনু, অতিরিক্ত সাধারন সম্পাদক- বাপুস চট্টগ্রাম জেলা শাখা।জনাব আরিফ উদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক শাহী জামে মার্কেট ব্যাবসায়ি সমিতি।বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম এ সত্বার, আবু ইউসুফ মো সিরাজুর রহমান আরো বক্তব্য রাখেন- বিশিষ্ঠ সাংবাদিক আরাফাত হোসেন বিপ্লব সম্পাদক rtmnews24.com.এড কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জজকোর্ট এবং হাইকোর্ট - বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামি লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।কেন্দ্রিয় যুব লিগের সদস্য জায়েদুর রহমান ( সোহেল).বীর মুক্তিযোদ্ধা পি কে ধর রুনু, কলাউজান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ করিম. সাবেক কেন্দ্রিয় ছাত্র লিগের সহ-সম্পাদক ফয়সাল বাপ্পী. আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আব্দুল ওয়াহেদ হোসাইনি. জেলা ছাত্রলিগ নেতা জামিল উদ্দীন, এড সেলিম উল্লাহ চট্টগ্রাম জজকোর্ট এতে আরো উপস্তিত ছিলেন বিশিস্ট ব্যাবসায়ী আলহাজ্ব ওবাইদ হোসেন ছিদ্দিকী,আলহাজ্ব রফিক উদ্দিন, আবুল কালাম আজাদ,সোহেল রানা, আজিজ উদ্দিন,রেজাউল করিম মুরাদ,এইচ এম আবু সুফিয়ান চৌধুরী,ছাত্রলিগ নেতা ইফতেখার উদ্দিন চৌধুরি,এড জসিম উদ্দীন,ছাত্রলিগ নেতা মোরশেদ এবংআন্দরকিল্লার বিশিস্ট ব্যাবসায়ি বৃন্দ এবং লোহাগাড়ার যুব সমাজ বৃন্দ ও শহীদ আফতাবের শোকাহত বন্ধু রা।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন