প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান- টোকিও গোলটেবিল বৈঠকে প্রবাসী বিশিষ্ট জনেরা

লিখেছেন লিখেছেন প্রবাসে বাংলাদেশ ১৮ নভেম্বর, ২০১৩, ১২:৩১:০৩ দুপুর

NEWS LINK: http://probasebangladesh.com/2013.11.18.10516.html#.UomvesSVNHQ

TRT88প্রবাসে বাংলাদেশ রিপোর্টঃ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখিন, অস্তিত্ব বিপন্ন প্রায়।সরকার ও বিরোধী দলের মুখোমুখি সংঘাতে দেশ আজ গভীর সংকটাপূর্ণ। এ অবস্থায় একমাত্র প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে সরে এসে বিরোধীদলের সঙ্গে সংলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান বের করতে পারেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা প্রবাসীরা গভীর উদ্বিগ্ন।আমাদের আত্মীয় স্বজন ও সাধারণ নাগরিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কেউ যেন নিরাপদ নয়। বিশেষ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বাসভবনে অনেকটা অবরুদ্ধ করে রাখার খবরে অন্য নাগরিকদের মতো আমারাও উৎকন্ঠিত। জাতীর এই চরম ক্রান্তীকালে সংঘাতময় অবস্থা থেকে ঊত্তরনে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান।


অন্যথায় স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সর্বস্তরের জনগনকে সম্পৃক্ত করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ দুর্বার গনআন্দোলনের মাধ্যমে গনঅভ্যুথ্যান ঘটিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগনের গনদাবী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে সুনিশ্চিত করতে হবে।

গতকাল ১৭নভেম্বর, রোববার ২০১৩ সন্ধ্যা ৬টায়, টোকিওর মিনামী ওৎসকা হলে প্রবাসে বাংলাদেশ http://probasebangladesh.com/ আয়োজিত “সংঘাতময় দেশ:সমাধান কোন পথে”? শীর্ষক টোকিও গোলটেবিল বৈঠকে জাপান প্রবাসী সাংবাদিক,ব্যবসায়ী,রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনী ও পেশার প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট জনেরা এ সব মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসে বাংলাদেশ সম্পাদক আতিকুর রহমান।

টোকিও গোলটেবিল বৈঠকে জাপান প্রবাসীরা সংকট উত্তরন পুর্বক সমৃদ্ধ ও স্থিতিশীল দেশ গঠনে তাদের গুরুত্বপুর্ন মতামত ও পেশ করেছেন।

TRT-2জাপানের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতি এস ইসলাম নান্নু বলেন, বর্তমানে দেশের বড় সমস্যা হচ্ছে পরমতসহিষ্ণুতা ও শৃঙ্খলাবোধের অভাব।এজন্য প্রয়োজন জবাবদিহীতা মুলক সরকার।

জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক বলেন, বিরোধী দলের ঊপর দমন নিপীড়ন,জেল,জুলুম , হত্যা ,গুম, দলের অফিসে যেতে না দেয়া, বিরোধী দলের প্রধান নেতাকে বাসায় আটকে রাখা, তার বাসায় কাউকে যেতে না দেয়া কিংবা বের হতে না দেয়া। বাসা বা অফিস থেকে কেউ বের হলে তাকে গ্রেপ্তার করা। এ ধরনের পরিস্থিতি কখনোই শান্তিপূর্ণ হতে পারে না।

বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী ও ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি এ.টি.এম মিছবাহুল কবির বলেন, গণমাধ্যম বিভক্ত ও পক্ষপাতদুষ্ট। দেশের গণতন্ত্র,স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গোটা দেশের অস্তিত্বই আজ

আক্রান্ত ও চরম হুমকির সম্মুখিন।একশ্রেণীর গণমাধ্যম সরকারের পক্ষে নির্লজ্জ দালালি ও পক্ষপাতিত্বের কারণে সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে দেশে মারাত্মক সঙ্কট চলছে। চারিদিকে অজানা আতঙ্ক, অশান্তি,হাহাকার। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যাতে গণতন্ত্র বিপন্ন হবে। উত্তরণের একটিই উপায় স্বাধীনতা- সার্বভোমের প্রশ্নে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে।ইস্পাত কঠিন বৃহত্তর ঐক্য।

জাপান বিএনপির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা বলেন, ১৯৭৩ সাল থেকে যে কয়টি জাতীয় নির্বাচন এ দেশে আওয়ামী লীগের অধীনে হয়েছে তার সবক’টিই কারচুপির মধ্য দিয়েই হয়েছে। তাই আওয়ামী লীগের অধীনে এ দেশে কোনো সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন হবে না। মন্ত্রীরা পদত্যাগ করলেও সমস্যার কোনো সমাধান হবে না। সংকট সমাধানের এক মাত্র পথ প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

1393845_652335168121507_1551205031_nগোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন,সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু,কমিঊনিটি লিডার হাফেজ আলাউদ্দিন,আজিজুর রহমান শিমুল,সিরাজুল হক,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান শাহিন,সাপ্তাহিকের টোকিও প্রতিনিধি সাংবাদিক রহমান মনি,বিবেক বার্তা সম্পাদক পি আর প্লাসিড,প্রবাস কন্ঠ সম্পাদক,ডঃ মাসুম,ইসলামীক স্কলার প্রিন্সিপাল ছাবের আহমদ, ইঞ্জিনিয়ার সিদ্দিকী সোহাগ,ইঞ্জিনিয়ার আজাদ,জসিম উদ্দিন,ফয়সাল তুষার,তৌহিদুল আলম রিপন, হায়দার হোসেন,জামাল উদ্দিন,দেলোয়ার হোসেন, নুর খান রনি,আবুল খায়ের,মোজাহিদুর রহমান, ,মিয়া এম ডি ওয়াদুদ, ,ইলিয়াছ ফারুক,আনোয়ার হোসেন রেজা, জুয়েল পাঠান,মেজবাহ ঊদ্দিন,সাংবাদিক বশির আহমদ,প্রমুখ।

টোকিও গোলটেবিল বৈঠকে প্রবাসীরা বলেন, মানবাধিকার সংগঠক আদিলুর রহমান ও মাহমুদুর রহমানকে যে অভিযোগে সরকার বিনা বিচারে কারারুদ্ধ করেছে সেই একই অভিযোগে বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও অভিযুক্ত। তিনি বিরোধী দলের নেতার অনুমতি ছাড়াই ফোনালাপ প্রকাশ করার কথা বলেছেন। গণমাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। এজন্য তথ্যমন্ত্রীর পদত্যাগ ও শাস্থি হওয়া উচিত।

আক্ষেপের সুরে প্রবাসীরা বলেন, সুশীল সমাজ আজ শতধা বিভক্ত। সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও চিকিৎসক সহ সবাই স্বার্থ দ্বন্ধে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।দেশের স্বার্থে আলোচনা করে সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।আমার দেশকে দ্বিতীয়বারের মতো বন্ধ, মাহমুদুর রহমানকে বিনা বিচারে জেল,দিগন্ত-ইসলামিক টিভি বন্ধ এ কিসের আলামত? অবিলম্বে মানব হত্যা,গুম,জেল, জুলুম, হুলিয়া,বিরোধী মতের ঊপর দমন নিপীড়ণ,বন্ধ করে সংকট সমাধানের একমাত্র পথ প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব স্থিতিশীল বাংলাদেশ গঠনের জোর দাবী ঊচ্চারিত হয় টোকিও গোলটেবিল বৈঠকে আগত সচেতন জাপান প্রবাসীদের কন্ঠে।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File