আমার ধারণা ছিল বিএনপি দলটাকে আজই ম্যাডাম বিলুপ্ত করবেন। না, তিনি তা করলেন্না! হুকুমের দাস সাধারণ এক নারী পুলিশের ওপর চড়াও হলেন।
লিখেছেন লিখেছেন যমুনার চরে ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৯:২২ সকাল
আজ বিএনপির কর্মসূচির নাম ছিল "মার্চ ফর ডেমোক্রেসি"। বিএনপির চেয়ারপার্সনই তা ভুলে গেলেন !!! সাংবাদিকদের সামনে কথা বলার একপর্যায়ে তিনি বলে বসেন, "ডেমোক্রেসি ফর মার্চ " !!!
বুঝেন তাইলে, বিএনপির কর্মসূচি কেন সফল হয় না !!!
গণতন্ত্রের মানসকন্যা পাঁচ পাঁচটি ট্রাক বসিয়েছেন খালেদা জিয়ার বাসার সামনে-পেছনে। গুলশানে খালেদার বাসার সামনে গিয়ে মনে হলো উনি যদি উচ্চ লম্ফ জেনে থাকেন তাহলে এই বাধা পেরুতে পারবেন। এক সহকর্মী বললেন আপা উচ্চ লম্ফে হবে না, পোল ভল্ট
হতে হবে। সে যাই হোক...সকাল থেকে বিএনপির নেত- কর্মী তো দূওে থাক, বিএনপি দলীয় একটা মশা-মাছিকেও দেখলাম না। আমার ধারণা ছিল বিএনপি দলটাকে আজই
ম্যাডাম বিলুপ্ত ঘোষণা করবেন। করলেন না। হুকুমের দাস
সাধারণ এক নারী পুলিশের ওপর ঝাল ঝাড়লেন। আপোষহীন
নেত্রী বিকেল তিনটা থেকে চারটার মধ্যে গাড়ি করে গেটের
বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলেন।
একা পায়ে হেঁটে বেরিয়ে আসতে পারতেন, পুলিশের মহাপরিদর্শককে ফোন করতে পারতেন। করলেন না।
কর্মসূচী ডেকে আবার রেস্টে গেলেন।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন