ফাঁসির হালাল দড়ি...................................

লিখেছেন লিখেছেন যমুনার চরে ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩২:২৬ সকাল



সবেমাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কসাই মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। ফাঁসির সিরিয়ালে এখনো দেইল্যা, সাকা, মুজাহিদ, বাচ্চু রাজাকার সহ আরো ৭ জন মৃত্যুর প্রহর গুনছে।

কারাগার সূত্রে জানা গেছে জার্মান থেকে আমদানি করা ফাঁসির দড়িতে কসাই কাদেরকে লটকি দেয়া হয়েছিল। কিন্তু অনেকেই মনে করেন কাফের রাষ্ট্র জার্মানী থেকে আমদানি করা দড়িতে কসাই মোল্লার মত জান্নাতের ৭২ বেশ্যা লোভি খাস বাম্দাকে লটকি দেয়া ঠিক হয়নি। এতে কাসাই মোল্লার ধর্মানুভুতিতে আঘাত লেগেছে বলে এক শিবির মুখপাত্র দাবি করেছেন।

তাই আমি সরকারের কাছে আবেদন করছি- অবশিষ্ট রাজাকার গুলোকে লটকি মারার জন্য খেজুর গাছের ছাল-বাকলা দিয়ে তৈরি হালাল ফাঁসির দড়ি আমদানি করা হোক। এতে জামাত-শিবির কিছুটা হলেও সান্তনা পাবে।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File