এবার কসাই মোল্লাকে পাল্টা ‘ভি’ চিহ্ন..........................।

লিখেছেন লিখেছেন যমুনার চরে ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:০০:০৯ রাত



একাত্তরের মানববতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ চিহ্নিত রাজাকার কাদের মোল্লার ফাঁসির কার্যাদেশ পুনর্বহাল রাখায় এবার কাদের মোল্লাকে আঙ্গুল উঁচিয়ে পাল্টা ‘ভি’ চিহ্ন দেখালেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গণজাগরণ মঞ্চে অবস্থানরত সবাই একসঙ্গে এ ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন এবং আজই ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দেন।

গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন সাজার ঘোষণার পর তিনি সাংবাদিকদের উদ্দেশে আঙ্গুল উঁচিয়ে ‘ভি’ চিহ্ন দেখান। এছাড়া গত ১০ ডিসেম্বর রাতে ফাঁসি কার্যকরের ১ ঘণ্টা আগে ফাঁসি স্থগিত করা হলে কাদের মোল্লার স্ত্রী কারাগার থেকে যাওয়ার সময় আঙ্গুল উঁচিয়ে ‘ভি’ চিহ্ন দেখান।

তাদের দুজনের ‘ভি’ চিহ্ন দেখানোর পরিপ্রেক্ষিতেই আজ গণজাগরণ মঞ্চের কর্মীরা পাল্টা ‘ভি’ চিহ্ন দেখান।

এদিকে সময় যতই যাচ্ছে কাদের মোল্লার উদ্দেশে নতুন নতুন স্লোগান শোনা যাচ্ছে। মঞ্চের কর্মীরা উচ্চসরে বলছেন- ‘ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং হবে, কাদের মোল্লা ঘ্যাচাং হবে’, ‘আউট আউট আউট হবে, কাদের মোল্লা আউট হবে’, ‘আর বেশি সময় নাই, আজই ফাঁসি চাই’, ‘ফাঁসি হবে গুলিস্তান, লাশ যাবেন পাকিস্তান’, ‘খোকা ঘুমায় না পারা জুড়ায় না রাজাকাররা দেশে, রক্ত দেবো জীবন দেবো বাংলা ভালোবেসে’, ‘খারিজ হলো আবেদন ঝুলবে কাদের মোল্লা, বাঙালিরা খাবে রসে ভরা গোল্লা’, ‘জয় হলো শাহাবাগের জয় হলো রাজীব ভাইয়ের’।

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File