কসাই কাদেরের বোরকাওলি বিবি ক্ষুব্ধ কেন?

লিখেছেন লিখেছেন যমুনার চরে ১১ ডিসেম্বর, ২০১৩, ০৪:১২:৪৪ বিকাল



বিভিন্ন মিডিয়ার ভিডিও ফুটেজে কসাই কাদেরের বিবি সাহেব কে খুব রাগান্নিত ক্ষুব্ধ মনে হয়েছে। এর কারন অনুসন্ধান করতে যেয়ে বিডিটুডের বিজ্ঞ ব্লগার বিন হাদী ভাই আসল সত্য আবিস্কার করেছেন। বিন হাদী ভাইয়ের মতে- কাসাই কাদেরের শহীদী মৃত্যু বাইচান্স কবুল হয়ে গেলে ফাঁসিতে লটকি খাওয়ার পরপরই কসাই মোল্লা সোজা জান্নতে চলে যাবেন। আর সমস্যার সূত্রপাত এখানেই। কসাই কাদেরের বিবি খুব ভাল করেই জানেন তার লুইচ্চা স্বামী জান্নাতে প্রবেশ করেই ৭২ হুরপরীর সাথে আকাম-কুকাম শুরু করে দিবে। একজন নারী হয়ে তিনি তা কোন ভাবেই সহ্য করতে পারছেন্না। তাই তিনি নাওয়া-খাওয়া বাদ দিয়ে কসাই কাদেরের ফাঁসির আদেশ বিলম্বিত করতে উঠেপরে লেগেছেন।

গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানান দেয়ার জন্য ব্লগার বিন হাদী ভাই কে ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File